নোবিপ্রবি প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) লক্ষ্মীপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির সাবেক কমিটির সুপারিশক্রমে উপদেষ্টা মণ্ডলী আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন করেন।
১২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর স্বাক্ষরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ইয়াছিন আরাফাতকে সভাপতি এবং ব্যবসা প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী নাঈম উল্লা সায়েমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উক্ত কমিটিকে আগামী এক বছরের জন্য নোবিপ্রবি লক্ষ্মীপুর স্টুডেন্টস এসোসিয়েশন দায়িত্ব প্রদান করা হয়েছে। নতুন কমিটিতে হাসনাত নাইম পিয়াসকে ১ম সহ সভাপতি ও নাবিদ আহসানকে ১ম যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়াও এ কমিটিতে যথাক্রমে সহ সভাপতির পদে রয়েছেন ফাতেমা আক্তার (পলি), মিকাত হোসেন, আরাফাত হোসেন ফাহাদ, সুদিপ্ত সাহা, আফলাতুন কায়সার, মোঃ মুনতাসির আহমেদ সাকিব, মোহাম্মাদ বেলাল, শাহ মুনতাসির হোসেন মিহান, শিমু আক্তার, তিথি মজুমদার, মোঃ আব্দুল গফুর শারিদ।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে অন্যান্যদের মধ্যে রয়েছেন ফয়েজ রাবি, জুবায়ের আনসারী, সুপ্ত পাল, মাসুদ রানা মিরাজ, আবু হেনা রনি, সাব্বির চৌধুরী, হাসান আল বান্নাহ, মোশারফ হোসেন পলাশ, শাহরিয়ার শান্ত, মোঃ বেলাল, লুতফুন নেছা, মারজীয়া ঝিলি।
নব গঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদুল ইসলাম, ইয়াকিনা শাকী এশা, কাজী তারেক হোসেন সৈকত, আল মুনওয়ার মাহবুব তানভীর, মোকাম্মেল হোসেন মুয়াজ, শরীফ হোসাইন (নুর), আবদুল হাসিব ফাহাদ, জাহিদুল ইসলাম রনি, পিয়াস আজমীর, নাহিদ শিকদার, ইয়াসিন আরাফাত হিমেল, জুবায়ের আল ইয়াসিন৷ তুহিন আক্তার পিংকি, আসিফ আহমেদ।
উক্ত কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন দপ্তর সম্পাদক আজমীর হোসেন পিয়াস, প্রচার সম্পাদক সাইফুর রহমান শান্ত, অর্থ সম্পাদক মাছুম বিল্লাহ, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক ইরফান মাহমুদ খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরিফ হোসেন, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মারুফ হোসেন শুভ।
পরিকল্পনা ও কর্মসূচী বিষয়ক সম্পাদক আরিফ সোহান, সমাজসেবা বিষয়ক সম্পাদক জুবায়ের ওয়াসিম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বিপু, গণসংযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক তারেক মুক্তার, ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহেদুল আলম, ধর্ম বিষয়ক সম্পাদক মুক্তার ইলাহি, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আপনান আফরোজ মীম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন।
নতুন কমিটির সভাপতি ইয়াছিন আরাফাত ও সাধারণ সম্পাদক নাঈম উল্লাহ সায়েম উপদেষ্টা মণ্ডলী ও সাবেক নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাবেন এবং নোবিপ্রবিতে লক্ষ্মীপুরের সাধারণ শিক্ষার্থীদের যেকোন প্রয়োজনে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারা।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন