প্রকাশিত হতে যাচ্ছে তরুণ লেখক আব্দুল্লাহ আর রাফি'র তৃতীয় কাব্যগ্রন্থ "একটি নিহত রক্তজবা"।
বই সম্পর্কে লেখকের সাক্ষাৎকার নিয়েছেন - আবদুর রহমান ।
আসসালামুয়ালাইকুম, শুভ সন্ধ্যা । উইকি বাংলা লেখক মঞ্চে আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি?
- ওয়ালাইকুমুস সালাম। শুভ সন্ধ্যা । জ্বি, ভালো আছি। আপনি নিশ্চই ভালো?
আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার লেখালেখি কেমন যাচ্ছে?
-ইদানীং নতুন পাঠকদের ভীড় আমাকে অনুপ্রাণিত করছে। নিজের ভিতরও দারুণ আগ্রহ খুঁজে পাচ্ছি। তাই সবকিছু মিলিয়ে বলা যায় ভালো যাচ্ছে।
'স্মৃতির বৃদ্ধাশ্রম' 'কবিতার চোখে মেঘ' এরপর আপনার কি বই আসছে?
-"একটি নিহত রক্তজবা"। আমার তৃতীয় কাব্যগ্রন্থ ।
আপনার নতুন বই কোন প্রকাশনী থেকে বের হচ্ছে?
-বইটি অমর একুশে গ্রন্থ মেলা ২০২৪ এ বইমই প্রকাশনি থেকে বের হবে।
নতুন বইটি সম্পর্কে ধারণা দিন। আর নতুন বইয়ের নামটার রহস্য কি?
-উল্লেখ যোগ্য তেমন কোন ধারণা দিচ্ছি না। তবে বইয়ের নামকরণ সম্পর্কে বলছি।
এ শহরের প্রতিটা মানুষ, প্রতিটা মানুষের স্বপ্ন আমার চোখে ভিন্ন ভিন্ন রক্তজবা। দেখতে কি দারুণ টুকটুকে লাল! কিন্তু মানুষের চরম ব্যর্থতা হচ্ছে, মানুষ তার এই টুকটুকে স্বপ্ন খুব বেশি দিন জীবিত রাখতে পারে না। প্রায় প্রতিটা স্বপ্নের বেওয়ারিশ মৃত্যু হয়। কারোর নিহত স্বপ্নের পোস্টমর্টেম হয়, আবার কারোর হয় না। বইয়ের নামে এবং প্রচ্ছদে আমি আমার একটি নিহত স্বপ্নের তথা রক্তজবার পোস্টমর্টেম করার চেষ্টা করেছি। নির্দিষ্ট একটা সময় যে স্বপ্নটা খুব রঙিন ছিলো।
এবং অবাক হওয়ার ব্যাপার হচ্ছে, বইয়ের নাম ও প্রচ্ছদের থিম দুটোই আমার দুঃস্বপ্নে পাওয়া।
যেহেতু এটি আপনার কাব্যগ্রন্থ তাই জানতে চাই- অনেকে বলে এই যুগে কবিতার পাঠক নাই। এই সম্পর্কে আপনার ধারণা কী?
-আমি আমার দুটো বইয়ের অভিজ্ঞতা থেকে বলবো, "যারা বলে এই যুগে কবিতার পাঠক নেই তারা অন্ধ মানুষ। " কবিতার অনেক পাঠক আছে। তবে সংখ্যায় হয়তো গল্প, উপন্যাসের পাঠকের চেয়ে খানিক কম।
আপনার বই পাঠক কেন কিনবে ?
-গত দুটো বইয়ের পাঠক সংখ্যা আমার প্রত্যাশার চেয়ে অনেক বেশি ছিলো । আমার মনে হয় এই প্রশ্নের উত্তর টা পাঠকরা আমার চেয়ে ভালো দিতে পারবে, যে তারা কেন বই কিনছে এবং কিনবে । তাই এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি না। পাঠক বই কিনবে, পড়বে এবং পাঠকরাই এই প্রশ্নের উত্তর দিবে আমি বিশ্বাসী।
আপনার নতুন বইটা নিয়ে আপনি কতটুকু আশাবাদী?
-আমার প্রত্যাশা সব সময় আকাশচুম্বী। যথেষ্ট আশা রাখছি বইটি নিয়ে এবং বিশ্বাস করছি নিরাশ হবো না।
প্রকাশিতব্য বই থেকে আমাদের চার লাইন কবিতা শোনান।
-এবার সময় এসেছে তোমার,
সব মিথ্যে ভুলে সত্য হও,
নত হয়ো না ভুল ভাবনায়।
জগত নিয়ম খুবই সহজ,
যদি তুমি হও হাতুড়ি তোমার।
বলছিলাম "তোমার সত্য তুমি" কবিতার শেষ কয়েকটা লাইন। কবিতাটি একজন হতাশ বা ভেঙে পড়া মানুষকে তুমুল ভাবে উজ্জীবিত করতে সক্ষম।
প্রকাশনী ছাড়াও আপনার বইটি আর কোথায় কোথায় পাওয়া যাবে?
-প্রকাশনি ছাড়া বইটি রকমারি, বুকলেট, বইঝুড়ি, বুক ওয়ার্ল্ড, দরকারি, বইটই, বইমই সহ আরও বেশি কিছু বুকশপে পাওয়া যাবে।
একে একে দুটি কবিতার বই প্রকাশ করলেন। আরেকটা বই আসছে সেটাও কবিতার বই। ভবিষ্যতে কি কবি আব্দুল্লাহ আর রাফিকে গীতিকার, গল্পকার, বা ঔপন্যাসিক রাফি হিসেবে দেখা যাবে ?
- হয়তো। তবে আগামী বছর আমার রচিত একটা গান প্রকাশ হতে পারে। নিশ্চিত হয়ে বলছি না এবং একটা গল্পগ্রন্থের কাজ করছি প্রায় বছর খানিক হলো। হয়তো আগামীতে গল্পগ্রন্থও আসতে পারে। যেহেতু সবই আপেক্ষিক তাই ব্যাপার টা এখন পর্যন্ত অপ্রকাশিত ছিলো।
ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনার নতুন বইয়ের জন্য শুভকামনা রইলো আমাদের পাঠকদের উদ্দেশ্য কিছু বলুন।
- উইকি বাংলা লেখক মঞ্চের পাঠকদের আমার হৃদয়ের গভীর থেকো ভালোবাসা । যারা বই পড়ে, আপাদমস্তক বইয়ের মানুষ তারা একেকজন নক্ষত্র। তাদের নিয়ে বেশি কিছু বলার যোগ্যতা বা সামর্থ আমি রাখি না। তাই আর কিছু বলছি না। শেষমেশ উইকি বাংলা লেখক মঞ্চ এবং তাদের পাঠকদের জন্য শুভকামনা রইল।
শুভ কামনা রইল লেখকের জন্য
উত্তরমুছুন