বাকৃবিতে ছাত্রলীগের কর্মীদের মধ্যে মারামারি


বাকৃবি সংবাদদাতা

ফলের ভিডিও করাকে কেন্দ্র করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) আবাসিক দুই হলের ছাত্রলীগ সদস্যের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সোমবার (১৮ই সেপ্টেম্বর) রাত সাটে ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেটের সামনে পশুপালন অনুষদের প্রধান ফটকে ওই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, রাত আটটার দিকে হুট করে হট্টগোল শোনা যায়। পরবর্তীতে সেটি মারামারিতে রূপ নেয়। মারামারির সময় একজনের হাতে গুরুতর আঘাত পেতে দেখা যায়।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম বলেন, ফলের ভিডিও করাকে কেন্দ্র করে বিকেলের দিকে আশরাফুল হক হলের এক আবাসিক শিক্ষার্থীর সাথে জামাল হোসেন হলের শিক্ষার্থীদের কথা কাটাকাটির সূত্রপাত হয়। আমরা গিয়ে তখন বিষয়টি মিমাংসা করি। পরবর্তীতে রাত সাড়ে ৮টার দিকে ওই ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ের ওই দুই হলের ছাত্রলীগ সদস্যদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিষয়টি মিমাংসা করেন।

বাকৃবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান বলেন, বিষয়টি সম্পূর্ণ তাদের নিজেদের। এখানে দলীয় কোনো বিষয় নেই। শিক্ষার্থীরা এক সময় কে আর এ আসলে বিষয়টি হাতাহাতির পর্যায়ে যায়। পরে বিষয়টি সমাধান করা হয়েছে।



কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

© all rights reserved
made with by wikibangla.net