পশুপালন অনুষদ শাখা ছাত্রলীগের সভাপতি শাকিল, সম্পাদক রিফাত



তানিউল করিম জীম, বাকৃবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রথমবারের মতো পশুপালন অনুষদ শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. নাজমুল হাসান শাকিল এবং সাধারণ সম্পাদক হিসেবে রিফাত আহমেদ মনোনীত হয়েছে।

সোমবার (৩১ জুলাই) বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন,  সহ-সভাপতি পদে তারিক মাহমুদ পিয়াস ও মো. মোস্তাফিজুর রহমান যুগ্ম-সাধারণ সম্পাদক পদে তানভীর আহমেদ প্রান্ত ও প্রান্ত সরকার  এবং সাংগঠনিক সম্পাদক পদে সৌরভ মেহেরার শরীফ ও রুকাইয়া রিয়া মনোনীত হয়েছেন।

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

© all rights reserved
made with by wikibangla.net