সোমবার হাবিপ্রবিসাসের ৫ম কার্যনির্বাহী কমিটির নির্বাচন

সোমবার হাবিপ্রবিসাসের ৫ম কার্যনির্বাহী কমিটির নির্বাচন
সোমবার হাবিপ্রবিসাসের ৫ম কার্যনির্বাহী কমিটির নির্বাচন


-তরু- হাবিপ্রবি প্রতিনিধি।



হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের একমাত্র সংগঠন হাবিপ্রবি সাংবাদিক সমিতি(হাবিপ্রবিসাস) এর ৫ম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৪ আগস্ট সোমবার অনুষ্ঠিত হবে এ নির্বাচন। 


সোমবার (৭ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার কার্যালয়ে হাবিপ্রবি সাংবাদিক সমিতির সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্যদের সাথে কার্যনির্বাহী কমিটির এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


সাংবাদিক সমিতির পঞ্চম কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত বিষয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন হাবিপ্রবিসাসের সম্মানিত উপদেষ্টা জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার, প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।


আলোচনা সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সহকারী প্রক্টর ড. মো: ইয়াছিন প্রধান, নির্বাচন কমিশনার হিসেবে মো: আব্দুল মোমিন সেখ, হাবিপ্রবি সাংবাদিক সমিতির চতুর্থ কার্যনির্বাহী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মুবাশ্বির এবং সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়।


এ লক্ষ্যে ১০ ও ১১ আগস্ট মনোনয়ন ফর্ম সংগ্রহ, ১১ আগস্ট মনোনয়ন ফর্ম জমাদান, ১২ আগস্ট মনোনয়ন ফর্ম প্রত্যাহার, ১৩ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রণয়ন এবং ১৪ আগস্ট ভোট গ্রহণের নির্বাচনী তফসিল প্রকাশ করা হয়েছে। এ নির্বাচনে সর্বমোট ভোটার সংখ্যা ২৩ জন।

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

© all rights reserved
made with by wikibangla.net