বাকৃবিতে বিভিন্ন আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

বাকৃবিতে বিভিন্ন আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

 

বাকৃবিতে বিভিন্ন আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

-মো: লিখন ইসলাম,বাকৃবি প্রতিনিধি:


কালো ব্যাচ ধারণ, গভীর শোক, শ্রদ্ধা, ভালোবাসা ও যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।


মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে সূর্যোদয়ের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনসহ বিভিন্ন অফিস এবং আবাসিক এলাকায় জাতীয় পতাকা উত্তোলন এবং কালো পতাকা উত্তলন এবং বঙ্গবন্ধুর ভাষণ প্রচারের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

 


সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জাতীয় দিবস উদযাপন কমিটি, প্রক্টরিয়াল বডি, শিক্ষক সমিতিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন।

 


এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক হারুন অর রশিদ, ডিন কাউন্সিলের আহ্বায়ক আধ্যাপক ড. মো আবুল মনসুর, প্রক্টর  অধ্যাপক ড. মো আজহারুল ইসলাম প্রমুখ।

 

এছাড়া শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মসজিদ, মন্দির এবং সকল উপাসনালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।



কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

© all rights reserved
made with by wikibangla.net