বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষার্থীদের জন্য নেই কোনো আয়োজন

নোবিপ্রবি প্রতিষ্ঠাবার্ষিকী


ইয়াসিন, নোবিপ্রবি সংবাদদাতা

উৎসব-আমেজবিহীন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় দিবস-২০২৩ এ শিক্ষার্থীর উপস্থিতির হার ছিলো  ১ শতাংশেরও কম।

শনিবার ১৫ই জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীসহ অল্প সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমন সাদামাটা আয়োজনের নিন্দা প্রকাশ করেন শিক্ষার্থীরা।

জানা যায়, প্রতিষ্ঠার পর থেকেই ২০১৫ সাল পর্যন্ত ২২ জুনকে বিশ্ববিদ্যালয় দিবস ধরা হয়। কিন্তু গত ২০১৬ সাল থেকে ১৫ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস পালন করা শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতি বছর বিশ্ববিদ্যালয় দিবস আসলে এ নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়।

নূর মোহাম্মদ নামের এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয় দিবস শিক্ষার্থীদের জন্য একটা আনন্দের দিন হওয়ার কথা। কিন্তু আমাদের নোবিপ্রবিতে প্রতিবার কেন এমন সাদামাটা আয়োজন হয় তা আমাদের বুঝে আসে না। নাসিফ নামের আরেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয় কি শুধু শিক্ষক-কর্মকর্তাদের জন্য। শিক্ষার্থীদের জন্য কোনো বিশেষ আয়োজন কেন করা হয়নি এমন প্রশ্নের সদুত্তর কি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আছে?

বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন প্রসঙ্গে নোবিপ্রবি উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড.আব্দুল বাকী বলেন, বিশ্ববিদ্যালয় দিবস আমাদের চেয়ে শিক্ষার্থীদের জন্য বেশি আনন্দের। আমরা চেয়েছি শিক্ষার্থীদের মনের সুপ্ত ভালোবাসা বিকশিত করতে, যাতে করে বিশ্ববিদ্যালয় দিবসে তারা তাদের বিশ্ববিদ্যালয়ের প্রতি ভালোবাসা থেকে অংশগ্রহণ করে।

সাংস্কৃতিক অনুষ্ঠান কেন করা হয়নি এমনি প্রশ্নের জবাবে তিনি বলেন, বন্ধের দিন হওয়া ছাড়া নানাবিধ প্রতিবন্ধকতায় এটি সম্ভব হয়নি, তবে আগামী বছর ভালো কিছু হবে এ আশা করছি।

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

© all rights reserved
made with by wikibangla.net