প্যারালাইজড রোগীর পাশে হেল্প দ্যা পিপল ফাউন্ডেশন



প্যারালাইজড রোগী মো মনিরুল ইসলামকে তার যাতায়াত ও মসজিদে আসা যাওয়ার সুবিধার্থে হেল্প দ্যা পিপল ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়েছে।

গত বুধবার ১৯শে জুলাই ফাউন্ডেশনের বিগ প্রজেক্ট হিসেবে যুব নেতা ইয়াসিন আলম রকি ও বিশিষ্ট সমাজসেবক তৌহিদুল ইসলাম রকির উপস্থিতিতে সিরাজউদ্দীনপুর গ্রামের প্যারালাইজড রোগী মোঃ মনিরুল ইসলামকে হুইল চেয়ার প্রদান করে সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় ফাউন্ডেশনের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাপ্পি ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক বদরুল হাসান পারভেজ। এ বিষয়ে যুব নেতা ইয়াসিন আলম রকি বলেন, মানুষ মানুষের জন্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে হেল্প দ্যা পিপল ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সর্বদা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এই সংগঠন। এরই ধারাবাহিকতায় এই প্যারালাইজড রোগীকে তার যাতায়াতের  সুবিধার জন্য আমরা হুইল চেয়ারটি প্রদান করি।

সমাজসেবক তৌহিদুল ইসলাম রকি বলেন, মানুষকে সহযোগিতার এই  ধারাবাহিকতা আমরা বজায় রাখবো ইনশাল্লাহ। সর্বদা পজেটিভ কাজ করার মাধ্যমে আমরা সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করব।

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

© all rights reserved
made with by wikibangla.net