সাপের কামড়ে হাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

সাপের কামড়ে হাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

-তরু, হাবিপ্রবি প্রতিনিধি।


সাপের কামড়ে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

জানা যায়, দিলীপ কুমার রায়(২৫) নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ভেদাইল গ্রামে। তার পিতার নাম মৃত ভগী চন্দ্র রায় এবং মাতা তুফানি রানী রায়।

গত ১ জুলাই (শনিবার) মধ্যরাতে রাতে তার নিজ নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১১:৩০ এর দিকে ঘুমে থাকা অবস্থায় দিলীপকে বিষধর কোবরা সাপ কামড় দেয়। 

প্রাথমিক ভাবে তাকে এলাকায় কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে, সবাই তাকে হাসপাতালে নিয়ে যায়। আনুমানিক ১ টার দিকে কর্তব্যরত চিকিৎসক অবস্থা পর্যালোচনা শেষে তাকে মৃত ঘোষণা করে।

পরিবারের অভিযোগ, হাসপাতালে ইনজেকশনের অভাবে তার মৃত্যু হয়।


গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম শহিদুল ইসলাম বলেন,“বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। গণিত বিভাগের শিক্ষার্থী শুনে আমরা খুবই কষ্ট পেয়েছি এবং সকলে শোক প্রকাশ করেছেন। আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি।"


উল্লেখ্য, তার পিতা এবং এক ভাই অনেক আগেই মারা গেছেন। মা এবং এক বোনের সংসারে দিলীপ একমাত্র অবলম্বন ছিল।

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

© all rights reserved
made with by wikibangla.net