হাবিপ্রবির সাথে ব্রাক ব্যাংকের ২ কোটি টাকার সমঝোতা স্মারক স্বাক্ষর

হাবিপ্রবির সাথে ব্রাক ব্যাংকের ২ কোটি টাকার সমঝোতা স্মারক স্বাক্ষর, brac, hstu news, বাংলা নিউজ, বাংলা সংবাদ

 

হাবিপ্রবির সাথে ব্রাক ব্যাংকের ২ কোটি টাকার সমঝোতা স্মারক স্বাক্ষর

তরু, হাবিপ্রবি প্রতিনিধি।


ব্রাক ব্যাংক লিমিটেডের সঙ্গে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির অধীনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে একটি নতুন রিসার্স ইউনিট তৈরিতে ২ কোটি টাকার প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ করবে ব্রাক ব্যাংক।


বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকায় ব্রাক ব্যাংকের প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন হাবিপ্রবি'র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: সাইফুর রহমান এবং ব্রাক ব্যাংকের ডিএমডি এবং চীফ অপারেটিং অফিসার     সাব্বির হোসাইন।


এসময় উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক. ড. এম. কামরুজ্জামান, হাবিপ্রবির মলিকুলার বায়োলজি ইউনিটের ইনচার্জ সহযোগী অধ্যাপক ড. ইয়াছিন প্রধান, ব্রাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন একরাম করিম, সিনিয়র ম্যানেজার শফিক আর ভূইয়া। 


উচ্চশিক্ষায় কৃষি গবেষণার সক্ষমতা বৃদ্ধি ও নতুন গবেষণা সামগ্রী সংযোজনের বিষয়টিকে প্রাধান্য দিয়ে কেন্দ্রীয় গবেষণাগারে এ নতুন ইউনিট স্থাপিত হচ্ছে বলে জানা যায়।


এই চুক্তির অধীনে, 'সেল এন্ড টিস্যু কালচার ইউনিট' (Cell and Tissue Culture Unit) নামে কেন্দ্রীয় গবেষণাগারে নতুন একটি রিসার্চ ইউনিট চালু হচ্ছে।



বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি এন্ড প্যারাসাইটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. হারুন-অর-রশীদ বলেন, আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতিগুলো স্থাপিত হলে কেন্দ্রীয় গবেষণাগারে নতুন দিগন্ত উন্মোচিত হবে। দেখা যেতো কিছু গবেষণার স্যাম্পল ঢাকা থেকে টেস্ট করে আনতে হতো, নতুন এ ইউনিট স্থাপিত হলে এখন আমাদের বিশ্ববিদ্যালয়েই এটি করা যাবে। আমি মাননীয় উপাচার্য স্যারকে ধন্যবাদ দিতে চাই তার ঐকান্তিক প্রচেষ্টায় এটি হতে যাচ্ছে।


বিশ্ববিদ্যালয়ের বায়োলজি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজিজুল হক বলেন, "এই ইউনিটে বেশ কিছু আধুনিক যন্ত্রপাতি স্থাপনের ফলে উদ্ভিদ ও  প্রাণীর টিস্যু কালচার নিয়ে উচ্চতর গবেষণার সুযোগ পাবেন গবেষকরা। এতে বিশ্ববিদ্যালয়ের গবেষণার ইমপ্যাক্ট ও গবেষণার সংখ্যা বৃদ্ধি পাবে।"


 

উল্লেখ্য, চুক্তির আওতায় ব্রাক ব্যাংক হাবিপ্রবির কেন্দ্রীয় গবেষণাগারে সেল অ্যান্ড টিস্যু কালচার ইউনিট নামে একটি নতুন গবেষণা ইউনিট স্থাপন করতে প্রয়োজনীয় বিভিন্ন আধুনিক ইকুইপমেন্ট সরবরাহ করবে। নতুন এই রিসার্চ ইউনিট তৈরির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সংশ্লিষ্ট বিভাগের ছাত্র-শিক্ষক ও অন্যান্য গবেষকগণ নতুন নতুন গবেষনা করতে পারবেন। এই ইউনিট প্রতিষ্ঠার ফলে কোষের স্বাভাবিক ফিজিওলজি ও বায়োকেমিস্ট্রি বোঝা সম্ভব হবে। উদ্ভিদ ও প্রাণীর উপর র্বিভিন্ন বিষাক্ত উপাদান, ড্রাগস, মিউটাজেন্স ও কারসিনোজেন্স এর প্রভাবে কোষের পরিবর্তন স্টাডি করার সুযোগ তৈরী হবে। বিভিন্ন গবাদি পশুর ভাক্সিনের প্রি-ক্লিনিক্যাল ট্রায়াল পর্যবেক্ষনের সুযোগ সৃষ্টি হবে। এছাড়াও এই ইউনিট প্রতিষ্ঠার মাধ্যমে বায়োলজিক্যাল সায়েন্সের বিভিন্ন বিষয়ে বিশেষভাবে কৃষি গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

© all rights reserved
made with by wikibangla.net