তরু, হাবিপ্রবি প্রতিনিধি।
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( হাবিপ্রবি) আটটি অনুষদের অধীনে স্নাতক প্রথমবর্ষে গুচ্ছের ১ম মেরিটের প্রাথমিক ভর্তি কার্যক্রম শুরু হয়। গত ২৩ জুলাই( সোমবার) থেকে গুচ্ছের ১ম মেরিটের প্রাথমিক ভর্তি কার্যক্রম শুরু হয় এবং শেষ হয় ২৬ জুলাই(বুধবার)। শিক্ষার্থী ভর্তির হার (প্রায় ৮২. ২৮% )।
বিজ্ঞান অনুষদের গণিত বিভাগে ৫০ জন, পদার্থ বিভাগে ৩৮ জন ও রসায়ন বিভাগে ৫২ জন এবং পরিসংখ্যান বিভাগে ৫০ জন শিক্ষার্থী প্রাথমিক ভর্তি নিশ্চিত করেছেন।
কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ইসিই বিভাগে ৩২ জন, সিএসই বিভাগে ৩০ জন ও ইইই বিভাগে ৩৩ জন।
মাৎস্যবিজ্ঞান অনুষদে ভর্তি হয়েছে ৬১ জন, কৃষি অনুষদে ভর্তি হয়েছে ২৪০ জন এবং ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্স অনুষদে ৬৭ জন শিক্ষার্থী প্রাথমিক ভর্তি নিশ্চিত করেছেন।
ইঞ্জিনিয়ারিং অনুষদের এগ্রিকালচারাল এ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩৯ জন, ফুড এ্যান্ড প্রোসেস ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩৫ জন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ২১ জন ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ২৩ জন এবং স্থাপত্য বিভাগে ২২ জন শিক্ষার্থী প্রাথমিক ভর্তি নিশ্চিত করেছেন।
সোস্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ইংরেজি বিভাগে ৬১ জন, সমাজবিজ্ঞান বিভাগে ৫১ জন ও অর্থনীতি বিভাগে ৫৫ জন এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ৩০ জন।
বিজনেস স্টাডিজ অনুষদের হিসাববিজ্ঞান বিভাগে ৪১ জন, ম্যানেজমেন্ট বিভাগে ৪১ জন ও মার্কেটিং বিভাগে ৪১ জন এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে ৪৩ জন।
উল্লেখ্য যে, হাবিপ্রবিতে কোটা বাদে মোট আসন সংখ্যা ১৪০৫ টি। ১ম মেরিটে প্রাথমিক ভর্তি নিশ্চিত করেছে ১১৫৬ জন। আসন সংখ্যা খালি রয়েছে ২৪৯ টি।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন