বিশ্বসেরা গবেষকদের তালিকায় হাবিপ্রবির ১১১ গবেষক

বিশ্বসেরা গবেষকদের তালিকায় হাবিপ্রবির ১১১ গবেষক, bangla news, Bangladeshi news, bangla news24, hstu news, বাংলা নিউজ, বাংলা সংবাদ

 

বিশ্বসেরা গবেষকদের তালিকায় হাবিপ্রবির ১১১ গবেষক

তরু, হাবিপ্রবি 


অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১১১ জন গবেষক শিক্ষক ও শিক্ষার্থী। গতবছর এই সংখ্যা ছিল মাত্র ৩২।


শুক্রবার (৩০ জুন) এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে ১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২১৮টি দেশের ২১ হাজার ৯৭৭টি বিশ্ববিদ্যালয়ের ১৩ লাখ ৫০ হাজার ৮৫২ জন গবেষকদের তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে বাংলাদেশের ১৮০টি বিশ্ববিদ্যালয়ের ৯ হাজার ১৬৫ জন গবেষক স্থান পেয়েছেন।


এডি সায়েন্টিফিক ইনডেক্সের এই তালিকায় সব গবেষককে ১২ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তালিকায় হাবিপ্রবির গবেষকদের মধ্যে ক্রমান্বয়ে প্রথম স্থানে ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন ক্যাটাগরিতে ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন বিভাগের অধ্যাপক ড. মারুফ আহমেদ, দ্বিতীয় স্থানে অ্যানিমেল প্রডাকশন ক্যাটাগরিতে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. উম্মে ছালমা, তৃতীয় স্থানে জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিফিং বিভাগের অধ্যাপক ডা. আব্দুল গাফফার মিয়া, চতুর্থ স্থানে মাইক্রোবায়োলজি অ্যান্ড মলিকুলার জেনেটিক্স ক্যাটাগরিতে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আজিজুল হক এবং পঞ্চম স্থানে রয়েছেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো শামীম হোসেন।


এ ছাড়া গবেষণায় বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ স্থানে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু সাঈদ, সপ্তম স্থানে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সাজ্জাত হোসেন সরকার, অষ্টম স্থানে ক্রপ ফিজিওলজি অ্যান্ড ইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, নবম স্থানে জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান এবং দশম স্থানে রয়েছেন এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহ নুর কবির।


উল্লেখ্য, গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত পাঁচ বছরের এইচ-ইনডেক্স, আই১০ ইনডেক্স স্কোর এবং সাইটেশনের ওপর ভিত্তি করে প্রতি বছর বিশ্বসেরা গবেষক ও সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করে এডি সায়েন্টিফিক ইনডেক্স।

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

© all rights reserved
made with by wikibangla.net