তরু- হাবিপ্রবি প্রতিনিধি।
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) হিসেব শাখার সহকারী রেজিস্ট্রার কৃষিবিদ রতন কুমার গুপ্ত এবং প্রগতিশীল কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক ও কৃষি অনুষদের সহকারী রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ কাজল। এ বিষয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব মীর মোঃ মোরর্শেদুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, দীর্ঘদিন আপনাদের বিশ্ববিদ্যালয়ে অফিসার্স এসোসিয়েশন এর নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় কর্মকর্তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। কর্মকর্তাদের ন্যায্য দাবী আদায়ের জন্য প্রয়োজন শক্তিশালী ও ঐক্যবদ্ধ অফিসার্স এসোসিয়েশন। তারই অংশ হিসাবে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের গঠনতন্ত্রের ৮ এর (থ) ধারা অনুযায়ী আপনাদেরকে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর কর্মকর্তাদের পক্ষ থেকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মনোনয়ন দেওয়া হয়েছে। আপনাদের বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তাদের সাথে সমন্বয় করে আগামী ৩ মাসের মধ্যে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর কর্মকর্তাদের দাবী আদায়ে সচেষ্ট হবেন ।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন