রংপুর বিভাগীয় সমাবেশ কেন্দ্র করে হাবিপ্রবি ছাত্রলীগ এবং বিএনপি সংঘর্ষ

রংপুর বিভাগীয় সমাবেশ কেন্দ্র করে হাবিপ্রবি ছাত্রলীগ এবং বিএনপি সংঘর্ষ,

রংপুর বিভাগীয় সমাবেশ কেন্দ্র করে  হাবিপ্রবি ছাত্রলীগ এবং বিএনপি সংঘর্ষ

- তরু, হাবিপ্রবি প্রতিনিধি।


দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রলীগ ও রংপুর বিভাগীয় ৮ জেলা বিএনপি এর নেতাকর্মীদের  মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও  সংঘর্ষ হয়েছে।


বুধবার (১৯ই জুলাই) বিকেল ৩টায় দিনাজপুর জেলা বিএনপির সমাবেশ দিনাজপুর শহরের ইনস্টিটিউট মাঠপ্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সেখানে উপস্থিত থাকার কথা জানা যায়।

রংপুর বিভাগীয় সমাবেশ কেন্দ্র করে  হাবিপ্রবি ছাত্রলীগ এবং বিএনপি সংঘর্ষ

রংপুর বিভাগের ৮ জেলা থেকে প্রায় ৫০ হাজারের বেশি লোক দলটির কর্মসূচীতে অংশ নেয়। কিন্তু হাবিপ্রবি'র সামনে এসে ইকু পরিবহনের একটি বাস হতে উস্কানিমূলক আচরণ ও শিক্ষার্থীদের দিকে ইট নিক্ষেপ করে বাসের ভেতরে থাকা বিএনপির নেতাকর্মীরা। এক পর্যায়ে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের ১নং ফটক এবং শেখ রাসেল হলে ভাঙচুর চালায়। 


এতে হাবিপ্রবি শাখা ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলে। এরপর শুরু হয় ধাওয়া পালটা ধাওয়া। একপর্যায়ে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করলে হামলাকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট এবং ২নং গেট ভাঙচুর করে। এসময় ক্লাসে থাকা সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে এবং পরিস্থিতির অবনতি হয়। পরবর্তীতে ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ ও ডিবি মোতায়েন করা হয়।


রংপুর বিভাগীয় সমাবেশ কেন্দ্র করে  হাবিপ্রবি ছাত্রলীগ এবং বিএনপি সংঘর্ষ

সংঘর্ষের সময় উভয় পক্ষের বিপুল সংখ্যক কর্মী আহত হয়। আহতদের হাবিপ্রবি মেডিকেল সেন্টারে প্রথমিক চিকিৎসা শেষে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তি করা হয়।


হাবিপ্রবি প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, বহিরাগতদের দ্বারা ক্যাম্পাসে আক্রমণ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। 


দিনাজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।


সংঘর্ষের দরুণ দিনাজপুর-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

© all rights reserved
made with by wikibangla.net