নোবিপ্রবি প্রতিনিধি
জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া পরিচালনা করায় মসজিদের ইমামকে শোকজের ঘটনায় প্রতিবাদ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।
৬ জুন মঙ্গলবার সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. শফিকুল ইসলাম এবং সদস্য সচিব অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রতিবাদ করা হয়। তাছাড়া বীর উত্তম খেতাবপ্রাপ্ত একজন বীর মুক্তিযুদ্ধা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একজন বিতর্কিত ব্যক্তি বলায় ক্ষোভ এবং নিন্দা জানায় নোবিপ্রবি সাদা দল।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৩০ মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে এক দোয়ার আয়োজন করে সাদা দল। উক্ত দোয়া পরিচালনা করায় গত ১মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো.আলমগীর সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. গিয়াস উদ্দীন ভুঁইয়াকে শোকজ করা হয়।
সাদা দলের প্রতিবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মসজিদ আল্লাহর ঘর এবং মৃত ব্যক্তির জন্য দোয়া করার উৎকৃষ্ট জায়গা। অথচ নোবিপ্রবি প্রশাসন মসজিদে দোয়া করাকে কেন্দ্র করে যে কাজটি করেছে তা বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে ব্যথিত করেছে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ করেছে। নোবিপ্রবি সাদা দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের উক্ত কারণ দর্শানোর নির্দেশের তীব্র নিন্দা জানায় এবং উক্ত নোটিশ প্রত্যাহারের দাবি জানায়।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন