- তরু, হাবিপ্রবি প্রতিনিধি
গুচ্ছ ভর্তি পরীক্ষা-২০২৩ এর ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) দেশের ১৯ টি কেন্দ্রের ন্যায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ।
৩ জুন,২০২৩ (শনিবার) অনুষ্ঠিত পরীক্ষায় প্রায় ৯৭ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। কেন্দ্র পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘‘শিক্ষার্থী ও অভিভাবকদের কষ্ট লাঘব করতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরো বলেন, খুব সুন্দর ও সুষ্ঠুভাবে হাবিপ্রবি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।''
তবে পরীক্ষা চলাকালীন সময়ে এক পরীক্ষার্থীর প্যারালাইজড হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। পরিবারের সাথে কথা বলে জানা যায়, সে আগে থেকেই অসুস্থ ছিল। দিনাজপুরের অত্যধিক গরম এবং পরীক্ষার দুঃশ্চিন্তার কারণে এমনটা হয়েছে বলে তারা মনে করেন।
পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের সাথে কথা বলে প্রশ্নপত্র সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বিশ্ববিদ্যালয়ে ভালো স্থান দখলের ব্যাপারে আশাবাদী। আবার গণিতের প্রশ্ন নিয়ে অনেকের মুখে হতাশার ছাপ দেখা গেছে।
অধিকাংশ পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছোট ফন্ট নিয়ে অভিযোগ জানিয়েছেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের নব নির্মিত ভবনে প্রথমবারের মত ভর্তি পরীক্ষা পরীক্ষা হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
একদল শিক্ষার্থী বলছেন যে, উদ্বোধনের আগেই কিভাবে সেখানে পরীক্ষা আয়োজন করা হয়? ক্লাসরুম সংকটের জন্য আমরা ক্লাস করতে পারছি না। এদিকে হঠাৎ করে ভবনটি উন্মুক্ত করে দেওয়া হলো।
আরেকদল শিক্ষার্থী এটাকে আশার আলো হিসেবে দেখছেন। তাদের মতে, নতুন ভবনে শিক্ষার্থীদের পদচারণা এটারই ইঙ্গিত দেয় যে, খুব দ্রুত হয়তো সাধারণ শিক্ষার্থীদের জন্য এটি খুলে দেওয়া হবে। ক্লাসরুম, ল্যাব সংকট দূর হবে খুব শীগ্রই।
তবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন সংগঠন এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা কর্মীদের আন্তরিক সহযোগিতায় ২০২২-২৩ সেশনের গুচ্ছ ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন