দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩| দক্ষিণ কোরিয়া যাওয়ার উপায় | আবেদন করার নিয়ম
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড এর নতুন বিজ্ঞপ্তি অনুসারে দক্ষিণ কোরিয়ার নতুনভাবে বিদেশ যাওয়ার যে ভিসাটা কার্যক্রম চালু হয়েছে। যার কারণে সারা বাংলাদেশে যে সকল আগ্রহী প্রার্থী রয়েছেন তারা চাইলে এখন দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য সরকারিভাবে যে ভিসার ব্যবস্থা করা হয় তার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। কোরিয়ান প্রজাতন্ত্র সরকার প্রতিবছর বাংলাদেশ থেকে কয়েক হাজার দক্ষ তরুণদের দক্ষিণ কোরিয়া ভালো বেতনে কাজ করার সুযোগ প্রদান করে।
২০২৩ সালে প্রায় সাড়ে সাত হাজার (৭৫০০ জন) বাংলাদেশি কর্মী দক্ষিণ কোরিয়া যেতে পারবেন বলে আশা করছে বোয়েসেল। উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত শুধু দক্ষিণ কোরিয়া গেছেন পাঁচ হাজার ৮৯১ জন বাংলাদেশি কর্মী। এর আগে, ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত শুধু দক্ষিণ কোরিয়া গেছেন পাঁচ হাজার ৮৯১ জন বাংলাদেশি কর্মী।
দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ আবেদন
দক্ষিণ কোরিয়ার লটারির আবেদন করার জন্য আপনাকে প্রথমে বেশ কিছু কাগজপত্র সংগ্রহ করতে হবে। কারন আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে থাকেন যে দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য কোন কোন কাগজপত্র গুলো লাগে এবং কিভাবে নিজ নিজ কাজগুলোর জন্য আবেদন করা যায় তার সম্পর্কে বেশ কিছু তথ্য জানার জন্য। এক্ষেত্রে আপনি চাইলে দক্ষিণ কোরিয়ার লটারিতে সার্কুলার রয়েছে সার্কুলার টি ডাউনলোড করে নিতে পারেন কারণ সার্কুলার উপর ভিত্তি করে নতুনভাবে আবেদন করার সুযোগ দেয়া হয়।
- আবেদন করার জন্য আপনাকে প্রথমেই eps.boesl.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার সামনে একটি আবেদন ফরম ডাউনলোড করার অপশন আসবে।
- উক্ত আবেদন ফরম আপনাকে যথাযথভাবে পূরণ করে তা সাবমিট করতে হবে।
- আবেদন ফরম সাবমিট করার পর আপনাকে বেশ কিছু তথ্য দেয়া হবে যে সকল তথ্য ফাঁকা স্থানে আপনাকে আপনার পার্সোনাল তথ্যগুলো ধাপে ধাপে পূরণ করতে হবে।
ভাষা পারদর্শীদের জন্য বোয়েসেল অনলাইন নিবন্ধনের তারিখ ২০২৩
দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য প্রথম সত্য হচ্ছে তাদের দেশের ভাষা জানতে হবে। আর এই ভাষা শিখতে পারলে তারা অনেক সুবিধা পাবে আর তাদের জন্য ইতিমধ্যে অনলাইনে আবেদনের তারিখ প্রকাশ করেছে। প্রকাশিত তারিখ দেখতে নিচের অংশে দেখুন।
- ব্যক্তিগত ভিত্তিক পরীক্ষার সময়সূচি ২৭ মার্চ ২০২৩ সোমবার।
- ইপিএস টপিক নিবন্ধনকিনে ৩ এপ্রিল থেকে ১ জুন ২০২৩।
- ইপিএস টপিক ফল প্রকাশ ১৬ জুন ২০২৩।
- পরীক্ষাটি শুরু হবে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে। এবং আগের সিলেক্ট টেস্ট পৃথকভাবে অনুষ্ঠিত হবে। এছাড়াও সংশ্লিষ্ট সকলকে প্রস্তুতি সহকারে বিষয়টি বহুল প্রচারের আহ্বান জানিয়েছেন বুয়েসেল কর্তৃপক্ষ।
দক্ষিণ কোরিয়ায় যেতে কি কি বাছাই পরীক্ষা যোগ্যতা
- প্রথম হতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি/ সমমান হতে হবে।
- পাসপোর্ট এর মেয়াদ হালনাগাদ থাকতে হবে।
- বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর( অর্থাৎ জন্ম তারিখ ফেব্রুয়ারি ২৩, ১৯৮৩ থেকে ফেব্রুয়ারির ২২, ২০০৫ এর মধ্যে হতে হবে।
- E-9 ভিশায় কাজ করার আগ্র থাকতে হবে।
- কোরীয় ভাষায় পড়া, লেখাও বুঝার পারাদর্শিকতা থাকতে হবে।
- মাদকাসক্তি ও সিভিলস সনাক্ত ব্যক্তিরা অযোগ্য বলে বিবেচিত হবে।
- যারা ফৌজদারি অপরাধে জেল বা অন্যান্য কোন শাস্তি হয়নি এবং পলাতক হিসাবে কখনো দক্ষিণ করে থাকেনি।
- এবং যার ভিসাতে বিদেশ যাত্রার কোনো নিষেধাজ্ঞা নেই বা আগে কখনো দক্ষিণ করিয়াই পাঁচ বছরে বেশি থাকেনি।
দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ : আবেদনের তারিখ ও নিবন্ধন সংক্রান্ত তথ্য
ক) অনলাইন প্রাথমিক নিবন্ধন : আগামী ৬ জুন সকাল ১০টা থেকে ৮ জুন ২০২৩ তারিখ বিকাল ৪টা পর্যন্ত।
খ) অনলাইন প্রাথমিক নিবন্ধনকৃত প্রার্থীর সংখ্যা ২০০০০ (বিশ হাজার)-এর বেশি হলে এইচআরডি কোরিয়া কর্তৃক লটারির মাধ্যমে কোরীয় ভাষা পরীক্ষায় (ইউবিটি)’তে অংশগ্রহণের লক্ষ্যে চূড়ান্ত নিবন্ধনের জন্য প্রার্থী নির্বাচন করা হবে।
গ) লটারি: আগামী ১১ জুন ২০২৩ খ্রি. তারিখ সকাল ১১ ঘটিকায় বোয়েসেল-এর অভিবাসি সম্মিলন হলে অনুষ্ঠিত হবে।
ঘ) চূড়ান্ত নিবন্ধন: আগামী ১৩ জুন ২০২৩ খ্রি. তারিখ থেকে রোস্টার ভিত্তিক শুরু হবে।
ঙ) চূড়ান্ত নিবন্ধনকারী অর্থাৎ প্রবেশ পত্র গ্রহণকারী প্রার্থীদের ব্যক্তিভিত্তিক পরীক্ষায় আগামী ২৫ জুলাই থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. তারিখ-এ প্রবাসী কল্যাণ ভবন এর নির্ধারিত ইউবিটি-হল-এ অনুষ্ঠিত হবে।
এ সংক্রান্ত চূড়ান্ত নোটিশ শীঘ্রই প্রকাশ করা হবে। বিষয়টি বহুল প্রচারের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।
দক্ষিণ কোরিয়া লটারি রেজিস্ট্রেশন খরচ কত
লটারির মাধ্যমে দক্ষিণ কোরিয়া যেতে হলে আবেদন ফরম পূরণ করা হয়, এ ক্ষেত্রে আবেদন ফি ৫০০ টাকার মতো। যারা ভাষা শিখে দক্ষিণ কোরিয়ায় কাজের জন্য যেতে চান, তাদের আবেদন ফরম পূরণ করতে খরচ হয় ৫০০০ টাকা।
দক্ষিণ কোরিয়া লটারি বাছাই পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্যতা
- শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান;
- পাসপোর্টের মেয়াদ হালনাগাদ থাকা সাপেক্ষে;
- বয়সসীমা: ১৮ থেকে ৩৯ বছর’
- E-9 ভিসায় কাজ করার আগ্রহ থাকতে হবে;
- যার কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতার সমস্যা নেই;
- কোরীয় ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে।
- মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিরা অযোগ্য বলে বিবেচিত হবেন;
- যার ফৌজদারি অপরাধে জেল বা অন্যকোনো শাস্তি হয়নি;
- যারা দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থান করেনি;
- যার ওপর বিদেশ যাত্রায় কোনো নিষেধাজ্ঞা নেই বা যেতে কোনো সমস্যা নেই;
- যারা ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি থাকেনি।
দক্ষিণ কোরিয়া লটারি পেমেন্ট পদ্ধতি
- বিকাশ অ্যাপ থেকে আরও দেখুন ট্যাপ করে এডুকেশন ফি সিলেক্ট করুন
- ট্রেনিং ট্যাপ করে BOESL সিলেক্ট করুন
- আপনার সঠিক সাবমিশন আইডি দিন এবং পরবর্তী ধাপে যান
- আপনার পেমেন্ট-এর তথ্য যাচাই করে পরবর্তী ধাপে যান
- আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর দিন
- পেমেন্ট সম্পন্ন করতে স্ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখুন
- পেমেন্ট দেওয়া সম্পন্ন হলে কনফারমেশন পাবেন
- অ্যাপে দেখে নিতে পারেন পেমেন্টের ডিজিটাল রিসিট
- ছবির সাইজ : ৩০০ রেজুলেশন, wide: 270, hight: 347, KB 14, JPGE
- পাসপোর্ট সাইজ : 600X403 Pixel, 60 KB, JPGE
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন