লাইক, কমেন্ট এবং ফলো করে টাকা ইনকাম করার সেরা সাইট

অনলাইন থেকে টাকা ইনকাম করার সহজ উপায় ২০২৩, লাইক দিয়ে টাকা ইনকাম, কমেন্ট করে ইনকাম, বেষ্ট ইনকাম সাইট বাংলাদেশ, Online Earn Money Easy, Best income Site

 লাইক, কমেন্ট এবং ফলো করে টাকা ইনকাম করা


অনলাইন থেকে টাকা ইনকাম করার সহজ উপায় ২০২৩


লাইক, কমেন্ট এবং ফলো করে টাকা ইনকাম করা যেতো 💰তাহলে কেমন হতো,

আপনি ভাবছেন, কিন্তু এমন কি কোন ইনকাম করার মাধ্যম আছে? থাকলে অনলাইন থেকে টাকা ইনকাম করাটা একদম পানি পানি হয়ে যেত😋 তাহলে জীবনটা কতই না সুন্দর হতো, নিজের টাকায় কত কী যে কিনতাম, কত যে মজা হতো, এই টাকার প্যারা জীবনে আর থাকত না।

হ্যা আছে, এরকম ইনকাম করার সাইট বা মাধ্যম। টাকা ইনকাম করার এত সহজ উপায় আছে জেনে সেদিন সত্যিই আবাক হয়েছিলাম। কারণ এটা ছিল আমার স্বপ্নের মতো । সাইটটির নাম হচ্ছে Getlike। Getlike হচ্ছে রাশিয়ার অন্যতম একটি জনপ্রিয় এবং বিশ্বস্ত ইনকাম সাইট।


এই সাইটির মাধ্যমেই আমি অনলাইন থেকে জীবনে প্রথমবারের মতো টাকা ইনকাম করতে সক্ষম হয়েছি। তাই আপনাদের সাথে সাইটি শেয়ার করছি যাতে অনলাইন থেকে টাকা ইনকামের সাদটা আপনারাও পেতে পারেন। তো চলুন বেশি কথা না বলে আপনাদেরকে বিস্তারিত জানাই কীভাবে Getlike থেকে টাকা ইনকাম করতে হয়।

✅Getlike এ কিভাবে একাউন্ট তৈরি করব?


  • Getlike লিঙ্কে ক্লিক করুন 👉 Getlike
  • লিঙ্কে ক্লিক করলে এমন একটি পেজ দেখতে পাবেন।

লাইক কমেন্ট এবং ফলো করে ইনকাম করার বেষ্ট সাইট
এই সাইটি একটি রাশিয়ান ওয়েবসাইট। তাই এর লেখাটাও প্রথমে রাশিয়ান ভাষায় লেখা থাকবে । এজন্য প্রথমে আপনার ক্রোম ব্রাউজারের উপরের ডানদিকে থ্রি ডট বারে ক্লিক করে নিচে গিয়ে ট্রান্সলেট অপশনে ক্লিক করবেন । ট্রান্সলেটে ক্লিক করলে এই ওয়েবসাইটটি ইংরেজিতে অনুবাদ হয়ে যাবে আপনি চাইলে বাংলাতেও অনুবাদ করতে পারবেন।
Best income site 2023

তারপর Sign up অপশনে ক্লিক করে Register now অপশনে ক্লিক করবেন।
Earn Money Online in Bangladesh


এখন আপনার জিমেইল অ্যাকাউন্ট দেবেন , পাসওয়ার্ড দেবেন, পরবর্তী জায়গা একই পাসওয়ার্ড দেবেন। তারপর ক্যাপচা এ ক্লিক করে সঠিক ক্যাপচা পূরণ করে নিবেন। এরপর Sign up -এ ক্লিক করবেন ।

Earn Money Online
তারপর confirm email - এ ক্লিক করবেন।
অনলাইন ইনকাম সাইট


তারপর তারা আপনার Gmail অ্যাকাউন্টে একটি যাচাইকরণ লিঙ্ক সহ একটি ইমেল পাঠাবে। এজন্য আপানার Getlike অ্যাকাউন্ট যাচাই করতে লিঙ্কে ক্লিক করবেন।

আমি মোবাইল দিয়ে প্রতিদিন ১০০/১৫০ টাকা ইনকাম

এখন আপনার অ্যাকাউন্ট ব্যবহারের জন্য প্রস্তুত!

বেষ্ট অনলাইন ইনকাম সাইট 2023

✅ এই সাইট থেকে টাকা ইনকাম করতে হলে আমাকে কী কী জানতে হবে?


এই সাইটে কাজ করার জন্য এই ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়া একাউন্টগুলো যুক্ত করতে হয়। আপনি শুধুমাত্র Instagram, TikTok এই শুধু কাজ করবেন। কারণ বাকিগুলোতে চাপ আছে boss! আপনি বেশি টাকা ইনকাম করার জন্য ৭টি Instagram এবং ৭টি TikTok একাউন্ট যুক্ত করতে পারেন। তবে একাউন্টগুলোকে যুক্ত করার আগে আপনার একাউন্টগুলোর কর্মক্ষমতা পরীক্ষা করে নিতে হবে। এজন্য ২৫ থেকে ৩০ জনকে ফলো করবেন যদি দেখেন কোন সমস্যা বা try again error আসে তবে ওই একাউন্টটিকে বাতিল করে অন্য আরেকটি একাউন্ট নিন। এছাড়া সাইটে কাজ করার সময় একটি সোশ্যাল একাউন্ট দিয়ে ২৪ ঘন্টায় ২৫ জনের বেশি জনকে ফলো করবেন না, এজন্য আরও কাজ করতে আপনি অন্য একটি অ্যাকাউন্ট ব্যবহার করে আবার কাজ করতে পারেন।।

✅ কীভাবে সোশ্যাল মিডিয়া একাউন্টগুলো যুক্ত করব?


একাউন্টগুলো যুক্ত করার জন্য ওয়েবসাইটের উপরের বাম কোণে তিনটি লাইন অর্থাৎ থ্রি ডট বারে ক্লিক করুন।
earn money online



তারপর আপনি নিচে আসুন এবং টাস্ক মার্কেটে ক্লিক করুন। আপনি যদি এই ওয়েবসাইটে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সংযুক্ত করেন চান তবে Instagram -এ ক্লিক করবেন।

best earn money online

এরপর Add social network account বা Profile মেনুতে ক্লিক করবেন।

to earn money online 2023

 

তারপর সেখানে আপনি + অপশন দেখতে পাবেন এটিতে ক্লিক করবেন৷ এখন আপনি এখানে সমস্ত সামাজিক মিডিয়া অ্যাকাউন্ট দেখতে পাবেন। আপনি যদি এই ওয়েবসাইটে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সংযুক্ত করতে চান তবে Instagram-এ ক্লিক করুন।
earn money online 2023



তারপর Instagram App - এ যান এবং আপনার username নিন। তারপর getlike - এ ফিরে এসে বাক্সে ইউজারনেম লিখবেন এবং নিচের Bind বা Attach - এ ক্লিক করবেন।



তারপর আপনার লিঙ্গ এবং আপনার ভাষা (ইংরেজি) এবং আপনার দেশ নির্বাচন করতে হবে। তারপর Save - এ ক্লিক করবেন।
free earn money online in Bangladesh


এরপর Like & check -এ ক্লিক করে আবার like -এ ক্লিক করবেন।


তারপর আপনি Instagram app -এ অটোমেটিক প্রবেশ করবেন এবং একটি পোস্ট দেখতে পাবেন। পোস্টটিকে লাইক করুন।



তারপর ব্যাক করে website এ ফিরে আসবেন। তারপর check -এ ক্লিক করবেন। এখন আপনার Instagram account Getlike এর সঙ্গে যুক্ত হয়ে গেছে।



✅ অর্থ উপার্জনের জন্য আমি কীভাবে সাইটে কাজগুলো করব?


অ্যাকাউন্ট সংযুক্ত করার পরে আপনাকে অর্থ উপার্জনের জন্য সাইটে দেওয়া কাজগুলি সম্পূর্ণ করতে হবে। এজন্য ওয়েবসাইটের উপরের বাম কোণে তিনটি লাইনে ক্লিক করবেন। তারপর টাস্ক মার্কেটে ক্লিক করবেন ।


তারপর ইনস্টাগ্রামে ক্লিক করবেন ।


তারপরে একটু নিচে এসে ২৫টি নীল বোতামগুলিতে ক্লিক করে এক্সিকিউটে বা Run-এ ক্লিক করবেন।


তাহলে আপনাকে ইনস্টাগ্রামে পাঠানো হবে এবং যেখানে আপনি ব্যক্তিটিকে Follow করবেন এবং ব্যাক বোটনে ক্লিক ফিরে এসে Check - এ ক্লিক করবেন। এভাবেই আরও কাজ করতে থাকুন।



এভাবে কাজ করলই আপনার Getlike account - এ ব্যালেন্স যোগ হয়ে যাবে।



✅ আমি কীভাবে দ্রুত ইনকাম করব?


১. এজন্য Instagram lite, TikTok lite apps গুলো ব্যবহার করবেন।



২. শুধুমাএ Followers এর কাজগুলো করুন। এজন্য All tasks - এ ক্লিক করে Followers - এ ক্লিক করুন।


৩. Developer Option চালু করুন।



আপনার ফোনে যদি Developer Option খুজে না পান তাহলে Youtube এ সার্চ দিয়ে দেখে নিবেন৷ Developer Option একেক ফোনে একেক নিয়মে অন করতে হয় । তাই দেখাতে পারলাম না। আর মনে রাখবেন, Developer Option - এ ভুলভাল সেটিংস করলে আপনার ফোন নষ্ট হয়ে যেতে পারে। তাই কোন সেটিংস না জেনে অন করবেন না। এখন Developer Option অন করে নিচের দিকে আসুন এবং নিচের সেটিংসগুলো খুজে তার ওপর ক্লিক করে Animation Off করুন। তাহলে আপনার ফোন 2x fast চলবে এবং খুব দ্রুত কাজ করতে পারবেন।


~ Window Animation Scale >Animation Off)

~ Transition Animation Scale (Animation Off)

~ Duration Scale (Animation Off)



৪. Follow করে Back করার সময় Home Recent Button - এ দ্রুত Double tap করুন। এতে আপনি দ্রুত সাইটে ফিরে আসতে পরবেন এবং আগের থেকে দ্রুত কাজ করতে পারবেন।


৫. Check - এ ক্লিক করে অপেক্ষা না করে আবার দ্রুত run বা Do - এ ক্লিক করবেন। আশা করি বুঝতে পেরেছেন।

✅ এখান থেকে আমি কত টাকা আয় করতে পারব?


আপনি যদি কঠোর পরিশ্রম করেন তবে আপনি সহজ কাজ করে প্রতিদিন 500 টাকার উপরে আয় করতে পারবেন।

best way earn money online


কারণ এই সাইটিতে অনলিমিটেড ইনকাম করার সুযোগ রয়েছে। মানে আপনি চাইলে 500+ INSTAGRAM যুক্ত করতে পারবেন। তবে তাদের সকল শর্ত মানতে হবে এবং আপনার একটি একাউন্টও নষ্ট হলে আপনি পেমেন্ট পাবেন না। তবে আপনি যদি ৭টি Instagram এবং ৭টি TikTok একাউন্ট যুক্ত করতে পারেন, তহলেও আপনি ৩৫-৪০ মিনিটের মধ্যে ২০-২৫ টাকা ইনকাম করতে পারবেন। হ্যা, আমি মানছি এখানে টাকাটা কম তবে আপনাকে এটাও ভাবতে হবে এখানে আপনার সময়টাও কম দিতে হচ্ছে। আমি 124 টি INSTAGRAM account যুক্ত করেছি। যার করনে আমার প্রতিদিন ইনকাম হয় ২০০ টাকার উপরে। এতে risk অনেক বেশি! তাই আমি আপনাকে এটা করার জন্য একদমই বলল না! এটা করার জন্য আমি ফোন বিশেষভাবে সেটআপ করে নিয়েছি।

সবগুলো বলা সম্ভব নয়, বুঝাতে হলে ভিডিও দেখাতে হবে। তাই আমি কীভাবে সেটআপ করেছি তার অল্প কয়েটা উদাহরণ দিচ্ছি:

১. আমার ফোনে Gmail account রাখি না।

২. আমার ফোনে Play Store নেই এবং সকল Google app disable করে রেখেছি।

৩. লোকেশান বন্ধ রাখি।

৪. আমি একসাথে সকল Instagram account login করি না। একটি একাউন্ট দিয়ে কাজ শেষ হলে App data clear করে আবার login করে কাজ করি।

৫.Instagram lite ব্যবহার করি।

✅ Getlike থেকে কীভাবে উইথড্র করবেন?

এটি থেকে অর্থ উত্তোলনের জন্য আপনার কাছে PAYYER ই-ওয়ালেটের একটি অ্যাকাউন্ট থাকতে হবে , যদি আপনার এই অ্যাকাউন্ট না থাকে তবে YouTube এ গিয়ে অনুসন্ধান করুন "কিভাবে PAYYER অ্যাকাউন্ট তৈরি করতে হয় " তারপর ভিডিও দেখে একটা একাউন্ট তৈরি করে নিবেন।

আপনি যখন 100 রুবেলের সর্বনিম্ন পরিমাণে পৌঁছাবেন তখন আপনি এই টাকা তুলতে পারবেন। এখানে আপনি Paypal, JazzCash, Paytm, এর মাধ্যমে টাকা তুলতে পারবেন। বা আপনার যদি এইসব একাউন্ট না থাকে তাহলে অন্য কারো একাউন্ট ব্যবহার করা তুলতে পারবেন।


কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

© all rights reserved
made with by wikibangla.net