যে বাবার শাসনের মুখোমুখি হয়ে সন্তানের চোখে ভয়ের প্রতিচ্ছবি দেখা যায়। আবার সেই বাবার আদরে মুহূর্তেই আনন্দে অশ্রুর ঢেউ খেলে সন্তানের চোখে। সন্তানের জীবনকে বাস্তবতার মুখোমুখি এনে সকল প্রতিকূলতা ডিঙিয়েও খাটি যোদ্ধা হওয়ার শিক্ষাও দেন বাবারাই।
বাবা এক মায়ার নাম, বাবা এক ছায়ার নাম,বাবা এক পরম অনুভূতির নাম। বাবা চোখের সামনে ভেসে ওঠা এক জীবনযোদ্ধার নাম,যে যোদ্ধার কারণে পৃথিবীর সকল সন্তান পরম আনন্দ,সুখ,সাচ্ছন্দ্য,আরাম-আয়াসে জীবন উপভোগ করতে পারে। পৃথিবীর আলো দেখার পর থেকে যে মানুষটা আমাদের একটু সুখের জন্য, আমাদের চাওয়া-পাওয়াগুলো মেটানোর জন্য নিজের সব সুখ ও ইচ্ছা বিসর্জন দেন তিনিই হলেন বাবা।
যিনি আমাদের চাহিদা, আমাদের আবদারগুলো পূরণ করার জন্য দিনকে রাত এবং রাতকে দিন বানিয়ে হাড়ভাঙা পরিশ্রম করে যান তিনি আমাদের বাবা। বাবা জীবনের বটবৃক্ষ, নিদাঘ সূর্যের তলে সন্তানের অমল-শীতল ছায়া। বাবার তুলনা তিনি নিজেই। তাই তো বাবা শাশ্বত, চির আপন, চিরন্তন। সন্তান যতই ভুল কাজ করে থাকুক না কেন সঠিক সময়ে বাবারাই সব ভুলের সমাধান হয়ে দাঁড়ায়। বাবা মানে অনেক চাওয়া, বাবা মানে অনেক পাওয়া, বাবা মানে অনেক পূর্ণতা। বাবার কাছে সন্তান কখনোই বড় হয় না, তাই সারাজীবন আদর, যত্ন,স্নেহ, মায়া-মমতায় বাবারা সন্তানদের আগলে রাখে। বাবা এমন একজন মানুষ যে তার সন্তানকে যেমন আঁকড়ে ধরে রাখে তেমনি সন্তানকে বাইরের জগতের সাথে তাল মিলিয়ে চলতে শক্ত হাতে প্রস্তুত করেও তোলে৷ বাবারা সন্তানকে শেখায় কিভাবে পথ চলতে হয়,কিভাবে নিজেকে সবার থেকে অনন্যা করে গড়ে তুলতে হয়। হাজারো কষ্ট হাসিমুখে সহ্য করে তিল তিল করে সন্তানকে বড় করে তুলেন বাবারাই। একজন মেয়ের জীবনে তার বাবাই থাকে তার প্রথম পুরুষ। তাই মেয়েদের জীবনে প্রথম ছেলে বন্ধু হয় তার বাবা। বাবা-মেয়ের বন্ধন যেন এক অসীম মমতার চাঁদরে ঘেরা বন্ধন। তেমনি বাবা ছেলের বন্ধনও এক বটবৃক্ষের ছায়ায় ঘেরা বন্ধন। বাবা হচ্ছেন সন্তানের পরম বন্ধু। বাবা হলো স্রষ্টার ভালোবাসার কবিতা প্রতিচ্ছবি।একজন সফল বাবা তার চেয়েও সফল একজন সন্তানকে তৈরি করেন।
বাবা হলেন সেই মানুষটা, যে জীবনের সব পরিস্থিতিতে তোমার পাশে থেকেছে এবং থাকবে।একজন বাবা হলেন একজন বন্ধু, যার উপর আমরা সর্বদা নির্ভর করতে পারি।
বাবা হলো নিম গাছের মতো। যার পাতা তেতো হলেও ছায়া সবসময় শীতল করে দেয়।বাবা মানে, হাজারটা সমস্যার সমাধান এক নিমেষেই। বাবা নামটা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে যে কোন বয়সী সন্তানের হ্রদয়ে শ্রদ্ধা, কৃতজ্ঞতা, আর ভালোবাসার এক অনুভব জাগে।একজন বাবা হলেন- অনুপ্রেরণা ও আত্ম-সংযমের উৎস। বাবা হল সেই নোঙ্গর, যার উপর তার সন্তানরা দাঁড়িয়ে থাকে।বাবা এমন একজন অসাধারণ ব্যক্তি, যিনি সারাজীবন আমাদের জন্যে কষ্ট করেন। নিজের সব অনুভুতি লুকিয়ে রাখেন। নিজের সব ইচ্ছার জলাঞ্জলি দিয়ে জীবন যুদ্ধে একা লড়ে যান।পৃথিবীতে একমাত্র বাবার ভালবাসায় কোন স্বার্থ থাকেনা। সে নিঃস্বার্থভাবে পরিবারের জন্য সারা জীবন কষ্ট করে যায়।
বাবার ছায়া শেষ বিকেলের বট গাছের ছায়ার চাইতেও বড়। একমাত্র বাবা তার সন্তানকে জীবনের সব উত্তাপ থেকে সামলে রাখে।একজন বাবা তার সন্তানের জন্য কত ভাবে অবদান রেখে যায়, তার হিসাব কেউ কখনো দিতে পারবে না।
দপ্তর সম্পাদক,
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন