সাইদ হোসেন নাঈম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন চারুকলা বিভাগের অধ্যাপক ড. তপন কুমার সরকার।
বৃহস্পতিবার (৮ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে অধ্যাপক ড. তপন কুমার সরকারকে এই দায়িত্ব দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অফিস আদেশে বলা হয়,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর ২২(৫) ধারা মোতাবেক পরবর্তী ০২ (দুই) বছরের জন্য তাকে চারুকলা অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে এবং দায়িত্ব পালনের জন্য বিধি মোতাবেক ড. তপন কুমার সরকার সম্মানী ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
উল্লেখ্য,এর আগে চারুকলা অনুষদের ডিনের দায়িত্বে ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন