-সাজিদ খান, নোবিপ্রবি প্রতিনিধি।
পরীক্ষায় আশানুরূপ ফল না পেয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনেরএক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন।
জানা গেছে, ওই শিক্ষার্থী প্রথম তিন সেমিস্টারে বিভাগে প্রথম হয়ে আসছিলেন। কিন্তু পরবর্তী সেমিস্টারগুলোতে আশানুরূপ ফল না পাওয়ায় হতাশ হয়ে পড়েন। সর্বশেষ বুধবার (২১ জুন ২০২৩) ৬ষ্ঠ সেমিস্টারের ফলাফল আশানুরূপ না হওয়ায় অতিরিক্ত মেডিসিন খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিভাগীয় শিক্ষকের মার্ক টেম্পারিং হতে পারে বলে ধারণা করেন ওই শিক্ষার্থী। বর্তমানে উক্ত শিক্ষার্থী নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা প্রশাসন বিভাগের চেয়ারম্যান জি এম রাকিবুল ইসলাম বলেন, “তার খোঁজ নিতে আমরা বিভাগের শিক্ষক প্রতিনিধি পাঠিয়েছি। আমি বলবো সে মার্কশীট তুলে দেখুক কোন কোন বিষয়ে খারাপ হয়েছে। খাতা পুনরায় নিরীক্ষার সুযোগ যেহেতু আছে, আবেদন করলে আমরা বিষয়টি দেখবো৷”
এ বিষয়ে জানতে চাইলে ঐ ছাত্রী জানান, ভয়ে রেজাল্ট নিয়ে শিক্ষকদের বিরুদ্ধে কিছু বলতে পারি না। সবাই জানে ডিপার্টমেন্টে কি হচ্ছে কিন্তু সবাই চুপ তাই নিজেই আত্মহত্যার চেষ্টা করেছি।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন