জবি প্রতিনিধি,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের উদ্যোগে গ্রীষ্মকালীন ফল উৎসবের আয়োজন করে শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের
ছাত্রছাএীরা।
রবিবার (১৮ জুন) শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের জুলফা মোহাম্মদ ভবনে গ্রীষ্মকালীন আম,কাঁঠাল, লিচু,জাম,ড্রাগন ইত্যাদি বাহারি জাতের ফলের আয়োজন করা হয় । সকলের মাঝে এই বিভিন্ন ফলের উৎফুল্লতা ছড়ানোর জন্য উক্ত উৎসবের আয়োজন করা হয় বলে জানান ইনিস্টিউটের ছাত্রছাত্রীরা
আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের চ্যায়ারম্যান ড.প্রফেসর মনিরা জাহান ম্যাম। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষকবৃন্দ।
উক্ত উৎসব সম্পর্কে (২০২১-২০২২) বর্ষের শিক্ষার্থী মাহবুব ইসলাম বলেন, গ্রীষ্মকাল আমাদের জন্য নিয়ে আসে বিভিন্ন রকমের ফল। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের ফল থাকে যা আমাদের সকলের হাতের নাগালে থাকে না । এমন উৎসব আয়োজন করার মাধ্যমে সব অঞ্চলের ফল সম্পর্কে সকলে জানে পারবে এবং খেতে পারবে যা সকলের মাঝে খুবই আনন্দের বিষয়।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন