বিশ্ব পরিবেশ দিবসে জবিতে বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবসে জবিতে বৃক্ষরোপণ কর্মসূচি, জবি ছাত্রলীগ, জবি নিউজ, বাংলা নিউজ, বাংলা সংবাদ, bangla news, bangla newspaper, wikibangla news

 

বিশ্ব পরিবেশ দিবসে জবিতে বৃক্ষরোপণ কর্মসূচি

 -মাহবুব ইসলাম : জবি প্রতিনিধি

আজ সোমবার (৫ জুন ) বিশ্ব পরিবেশ দিবসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ‍্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য  অধ্যাপক ড.মো. ইমদাদুল হক।


এই বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয় ক‍্যাম্পাসের বিভিন্ন স্থানে উপাচার্যের নেতৃত্বে বেশ কয়েকটি বৃক্ষরোপণ করা হয়।


এসময় উক্ত কর্মসূচিত উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শাহজাহান, লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার, জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল সহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা। 


এ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন জবি শাখা ছাত্রলীগ সভাপতি মোঃ ইব্রাহিম ফরাজী, সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন প্রমুখ।


এছাড়াও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ‍্যোগে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড.কামালউদ্দীন আহমদ এর নেতৃত্বে একটি র‍্যালী বের হয়ে পুরো বিশ্ববিদ্যালয় ক‍্যাম্পাস প্রদক্ষিন করেন। উক্ত র‍্যালীতে অংশ গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল সহ অন‍্যান‍্য শিক্ষক বৃন্দু এবং শিক্ষার্থীরা। 

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

© all rights reserved
made with by wikibangla.net