প্রধানমন্ত্রীর হাত থেকে ‘বঙ্গবন্ধু স্কলার অ্যাওয়ার্ড’ নিলেন হাবিপ্রবির সুরাইয়া

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘বঙ্গবন্ধু স্কলার অ্যাওয়ার্ড’ নিলেন হাবিপ্রবির সুরাইয়া, bangla news, bangla newspaper, বাংলা নিউজ, বাংলা সংবাদ, আজকের নিউজ

Minhajur Rahman Toru বিশ্ববিদ্যালয়ের কাজই হচ্ছে শিক্ষা এবং নতুন নতুন জ্ঞান সৃষ্টি করাঃ হাবিপ্রবি উপাচার্য   দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান বলেছেন, বিশ্ববিদ্যালয়ের কাজই হচ্ছে শিক্ষা এবং নতুন নতুন জ্ঞান সৃষ্টি করা।জ্ঞান সৃষ্টির ক্ষেত্রে গবেষণার কোন বিকল্প নেই। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষকতার পাশাপাশি অন্যতম প্রধান কাজ হলো গবেষণা।  মঙ্গলবার ( ১৩ জুন) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত এক কৰ্মশালায় প্ৰধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।   তিনি আরো বলেন, ' বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন, এর ম‚ল লক্ষ্য হল উক্ত জেলার সারাউন্ডিংসের উপর গুরুত্ব প্রদান করা। প্রতিটি বিশ্ববিদ্যালয় যদি সেই এলাকার সারাউন্ডিংস কে ফোকাস করে, তাহলে সারা দেশকে ফোকাস করা হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজই হচ্ছে শিক্ষা এবং নতুন নতুন জ্ঞান সৃষ্টি করা এবং সেই জ্ঞান বিতরণ করতে হবে। যেকোন গবেষণা প্রবন্ধ তৈরি করার ক্ষেত্রে রিসার্চ ম্যাথড খুবই গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করে থাকে। এক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এর ভ‚মিকা অপরিসীম। আমি আশা করি আজকের এই প্রশিক্ষণ থেকে আপনারা গুরুত্বপ‚র্ণ কিছু বিষয় জানতে পারবেন। পরিশেষে তিনি এ ধরণের কর্মশালা আয়োজনের জন্য আইকিউএসি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।'   আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. বিকাশ চন্দ্ৰ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআরটি’র পরিচালক অধ্যাপক ড. এস. এম. হারুন-উর-রশীদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ শাহ্ মইনুর রহমান এবং স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ তহিদার রহমান। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন আই.ইউ.বি.এ.টি এর আইকিউএসি’র পরিচালক ও পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. খোন্দকার সাইফ উদ্দিন।

তরু, হাবিপ্রবি প্রতিনিধি ।


"বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড-২০২২" পেয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী মোছা. সুরাইয়া আক্তার। হাবিপ্রবি থেকে মোছা. সুরাইয়া আক্তার প্রথম এই অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন।


রোববার (১১জুন) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে মোছা. সুরাইয়া আক্তারের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


সামাজিক বিজ্ঞান অধিক্ষেত্রে ০২ জনের মধ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী মোছা. সুরাইয়া আক্তার এই সম্মানে সম্মানিত হয়েছেন।


অনুভূতি প্রকাশ করে মোছা. সুরাইয়া আক্তার বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড ২০২২’ এর জন্য নির্বাচিত হওয়া আমার এ যাবতকালের সর্বাধীক আনন্দের অর্জন যা ভাষায় প্রকাশ করা আমার অসাধ্য। এই অর্জন জননেত্রীর নেতৃত্বে কি করে দেশের কল্যাণে নিজেদের যাপিত জীবনের অভিজ্ঞতা, গবেষণালব্ধ জ্ঞান ও শিক্ষাকে কাজে লাগানো যায় সে বিষয়ে ভাবনার খোরাক যোগাবে। মাননীয় প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট, আমার সকল শিক্ষক, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা।


এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অনেক খুশি হয়েছি। সুরাইয়া আক্তার আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য গর্ব বয়ে নিয়ে এসেছে। এটি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। 


উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শিক্ষা ও গবেষণা ভাবনায় পরবর্তী প্রজন্মকে উজ্জীবিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে অনন্য মেধাবী শিক্ষার্থীদেরকে স্বীকৃতি ও উৎসাহ প্রদানের লক্ষ্যে সামাজিক বিজ্ঞান, কলা ও মানবিক, ব্যবসায় শিক্ষা, আইন, ভৌত বিজ্ঞান ধর্মীয় শিক্ষাসহ মোট ১৬টি অধিক্ষেত্ৰে দেশের অভ্যন্তরীণ সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত ২২ জন শিক্ষার্থীকে ''বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড-২০২২'' প্রদান করা হয়।

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

© all rights reserved
made with by wikibangla.net