হাবিপ্রবিতে এক আবেদনেই মিলবে সকল সনদ

হাবিপ্রবিতে এক আবেদনেই মিলবে সকল সনদ, Hot News, Bangla News, সকল বাংলা নিউজ, হাবিপ্রবি নিউজ, বিশ্ববিদ্যালয় নিউজ, সংবাদ শিরোনাম wikibangla news
হাবিপ্রবিতে এক আবেদনেই মিলবে সকল সনদ

-তরু, হাবিপ্রবি প্রতিনিধি


হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) এক আবেদনেই মিলবে প্রয়োজনীয় সকল সনদ। আগামী ৫ জুন থেকে ‘অন স্টপ সার্ভিস’ নামে এই সেবা চালু হচ্ছে। শিক্ষার্থীদের ভোগান্তি লাঘব ও সেবা সহজীকরণের লক্ষ্যে এমন পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড.এম কামরুজ্জামান এর অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, শিক্ষার্থীদের প্রয়োজনীয় সনদ উত্তোলনের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা রেজিস্ট্রার কার্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। এরপর নির্ধারিত ফি প্রদানের স্লিপ ও চূড়ান্ত সেমিস্টারের প্রকাশিত ফলাফলের কপি রেজিস্ট্রার কার্যালয়ে জমা দিতে হবে। আবেদন জমাদানের দিন থেকে ৩ কার্যদিবসের মধ্যে একাডেমিক ও বৃত্তি শাখা হতে প্রয়োজনীয় সনদ সংগ্রহ করা যাবে। এ সময় শিক্ষার্থীকে উত্তোলনকৃত সনদ ডেলিভারি দেওয়ার সময় ও তারিখ প্রদান করা হবে।

শিক্ষার্থীদের প্রয়োজনীয় সনদ উত্তোলন সহজীকরণের লক্ষ্যেই ওয়ান স্টপ সার্ভিস পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে শিক্ষার্থীদের সাময়িক সনদপত্র, না দাবি, ক্লিয়ারেন্স, সনদ উত্তোলনের জন্য শিক্ষার্থীদের নিজ দায়িত্বে ক্লিয়ারেন্সের স্বাক্ষর সংগ্রহ করতে হবে না।

এছাড়া পৃথকভাবে সাময়িক সনদপত্র উত্তোলনের এবং ভর্তির সময়ে জমাকৃত বিভিন্ন সনদের মূলকপি সংগ্রহের জন্য আবেদন করতে হবে না।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের ওয়ান স্টপ সার্ভিস পেতে অবশ্যই দুপুর ১২টার আগে আবেদন জমা দিতে হবে। দুপুর ১২টার পর কোনো আবেদন জমা নেওয়া হবে না।

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

© all rights reserved
made with by wikibangla.net