নব উল্লাসে মুখরিত হবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এর ক্যাম্পাস এই প্রত্যাশায় নবীন বিতার্কিকদে
র প্রস্তুত করার লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
৯ জুন (শুক্রবার) ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ড. এম. ওয়াজেদ মিয়া ভবনে ‘এইচএসটিইউ ডিএস ডিবেটার্স' হান্ট ১.১' নামক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
৪ রাউন্ডে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় মোট ১৪ টি ভ্যানুতে অংশ নেয় ২৮ টি দল। সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের প্রায় ৮৪ জন নবীন শিক্ষার্থী। বিতর্কের বিভিন্ন রাউন্ডে বিষয় নির্ধারণ করা হয় সমাজ রূপান্তরে গণমাধ্যমের ভূমিকা, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, তীব্র দাবদাহে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের প্রয়োজনীয়তা ইত্যাদি।
উক্ত আয়োজন নিয়ে ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ এর সভাপতি আশরাফুল ইসলাম রনি বলেন, “ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ সব সময় নবীন বিতার্কিকদের যুক্তিবাদী মানুষ হিসেবে গড়ে তোলার পেছনে কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ কর্তৃক আয়োজিত হচ্ছে ‘ডিবেটার্স' হান্ট ১.১', যেখানে ২২ তম ব্যাচের ২৮ টি দল অংশগ্রহণ করছে। এই বিতর্কটি কয়েকটি রাউন্ডে অনুষ্ঠিত হবে, প্রিলিমিনারী রাউন্ড, রাউন্ড ২, কোয়াটার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল রাউন্ড। আমরা বিশ্বাস করি যে, নবীন বিতার্কিক দের নব উল্লাসে ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ সহ হাবিপ্রবির বিতর্ক চর্চার যে ক্ষেত্রটি রয়েছে তা আরো প্রসারিত হবে এই আশাবাদ ব্যক্ত করে। এই লক্ষেই যুক্তিবাদী মানুষ তৈরি করার যে কাজটি রয়েছে তা আমরা ভবিষ্যতেও চালিয়ে যেতে চাই।"
ডিবেটিং সোসাইটি অব এইচএসসিইউ এর সাধারণ সম্পাদক সিয়াম উল হক বলেন,“ এটা মূলত বিশ্ববিদ্যালয়ের ২২ তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে “ডিবেটার্স' হান্ট ১.১" । এর আগে ছিল ২১ তম ব্যাচ নিয়ে ১.০
আজ যতগুলো দল অংশগ্রহণ করেছে তার থেকে ১৬ টি দল নিয়ে আমরা পরবর্তী রাউন্ডে যাব। ১৬ টি থেকে নক আউট পর্বের মাধ্যমে ৮ টি দল বাছাই হবে। এভাবে কোয়াটার ফাইনাল , সেমি ফাইনাল এবং ফাইনাল রাউন্ডের আয়োজন করা হবে। ফাইনাল অনুষ্ঠানটি আয়োজন করা হবে অডিটোরিয়াম ১ - এ। আমরা চাই এভাবেই বিশ্ববিদ্যালয় হতে যুক্তিবাদী বিতার্কিক খুঁজে বের করে তাদের প্রতিভাকে বিকাশের একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যেতে।"
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন