চবি সাংবাদিকের উপর হামলার ঘটনায় হাবিপ্রবিসাসের নিন্দা ও প্রতিবাদ

চবি সাংবাদিকের উপর হামলার ঘটনায় হাবিপ্রবিসাসের নিন্দা ও প্রতিবাদ, Bangla News, Bangladeshi News, Bangla Songobad, প্রতিবাদ নিউজ
চবি সাংবাদিকের উপর হামলার ঘটনায় হাবিপ্রবিসাসের নিন্দা ও প্রতিবাদ

- তরু, হাবিপ্রবি প্রতিনিধি:


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সদস্য ও বীর মুক্তিযোদ্ধার সন্তান দোস্ত মোহাম্মদের উপর ছাত্রলীগের নেতাকর্মীদের বর্বরোচিত হামলা ও হত্যা চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস)। 


মঙ্গলবার (২০ জুন) হাবিপ্রবিসাসের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. গোলাম ফাহিমুল্লাহ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে হাবিপ্রবিসাসের সভাপতি আবদুল্লাহ আল মুবাশ্বির ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা এ দাবি জানান।



বিবৃতিতে হাবিপ্রবিসাস নেতৃবৃন্দ বলেন, ক্যাম্পাস সাংবাদিকের ওপর এ ধরেণের বর্বরোচিত হামলা ও হত্যাচেষ্টা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরুপ। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে অন্যান্য সকল অভিযুক্তদের শনাক্ত করে বিচার নিশ্চিত করতে হবে। একইসাথে বাংলাদেশ ছাত্রলীগকে যারা কুলষিত করেছে তাদেরকে আমরা সংগঠন থেকে আজীবন বহিষ্কারের দাবি জানাই।

চবি সাংবাদিকের উপর হামলার ঘটনায় হাবিপ্রবিসাসের নিন্দা ও প্রতিবাদ
গণমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার (১৯ জুন) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশনে একটি চায়ের দোকানে চেয়ারে বসাকে কেন্দ্র করে সামান্য কথা কাটাকাটির জেরে চবি শাখা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক খালেদ মাসুদ ও উপ-দপ্তর সম্পাদক আরাফাত রায়হানসহ ১০-১২ জন ছাত্রলীগ কর্মী চবিসাসের সদস্য ও অনলাইন পোর্টাল ঢাকা স্টেটের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী দোস্ত মোহাম্মদের উপর বর্বরোচিত হামলা চালায়। এসময় সিনিয়র পরিচয় দিলে গরম চা ও চায়ের কাপ ছুঁড়ে আঘাত এবং সাংবাদিক পরিচয় দিলে বেল্ট দিয়ে বেধড়ক পিটিয়ে, পেটে লাথিসহ এলোপাথাড়ি কিল-ঘুষি মেরে দোস্ত মোহাম্মদকে হত্যার চেষ্টা করে ঘটনাস্থলে উপস্থিত ছাত্রলীগ কর্মীরা। পেটে লাথি মারায় কিডনি রোগী দোস্ত মোহাম্মদ গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

© all rights reserved
made with by wikibangla.net