কুবিতে 'জাতীয় শুদ্ধাচার কৌশল' বাস্তবায়নে স্টেকহোল্ডারদের সভা অনুষ্ঠিত

কুবিতে 'জাতীয় শুদ্ধাচার কৌশল' বাস্তবায়নে স্টেকহোল্ডারদের সভা অনুষ্ঠিত, bangla news, bangla newspaper, wikibangla news, বাংলা নিউজ, বাংলা সংবাদ

 

কুবিতে 'জাতীয় শুদ্ধাচার কৌশল' বাস্তবায়নে স্টেকহোল্ডারদের সভা অনুষ্ঠিত

মানছুর আলম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) 'জাতীয় শুদ্ধাচার কৌশল' বাস্তবায়নে অভিযোগ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার সাড়ে ১১টায় অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. গোলাম মাওলার সভাপতিত্বে ও সদস্য সচিব এনায়েত হোসেনের উপস্থিতিতে প্রশাসনিক ভবনস্থ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।


এসময় প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির ও ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।


অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের স্টেকহোল্ডারদের জন্য প্রদেয় সেবা সমূহ কি কি এবং তা যথাযথ কর্তৃপক্ষ প্রদান না করলে স্টেকহোল্ডারগন কিভাবে তার অভিযোগ জানাবেন সে বিষয়ে জানানো হয়।


এক্ষেত্রে সিটিজেন চার্টারে বর্ণিত সেবাসমূহ ও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সেবা থেকে যদি কেউ বঞ্চিত হয় তাহলে ওই স্টেকহোল্ডার প্রথমে অভিযোগ নিষ্পত্তি বিষয়ক কর্মকর্তা রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরীর নিকট আবেদন জানাবেন। তিনি ব্যর্থ হলে আপিলের জন্য অধ্যাপক ড. গোলাম মাওলার নিকট আবেদন জানাবেন। তিনিও ব্যর্থ হলে ভিসি অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন স্টেকহোল্ডারদের অভিযোগ নিষ্পত্তি করবেন।


দপ্তরসমূহের কার্যাবলির ভিত্তিতে তিন ধরনের সেবা প্রদানের করা হবে বলে জানা যায়। সেবা সমূহ হল নাগরিক সেবা, প্রাতিষ্ঠানিক সেবা, অভ্যন্তরীণ সেবা।

বিস্তারিত জানতে.. https://www.cou.ac.bd/annual-performance-report/31 


এছাড়াও সভায় শিক্ষার্থীরা উত্তরপত্র কোডিং পদ্ধতিতে মূল্যায়ন ও সনদপত্র উত্তলনসহ ব্যাংকিং ব্যবস্থায় ডিজিটালাইজেশনের দাবি তুলেন। এসময়  উত্তরপত্র কোডিং এর বিষয়ে ভিসির নিকট প্রেরণ করার লক্ষ্যে সুপারিশ গৃহিত হয়। ট্রেজারার ব্যাংকিং ব্যবস্থায় ডিজিটালাইজেশনের বিষয়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তির বিষয়ে জানান। এবং বাকি বিষয়গুলো দ্রুত বাস্তবায়ন করা হবে বলে প্রো-ভিসি আশ্বাস প্রদান করেন।


এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, ছাত্রপরামর্শক ও নির্দেশনা পরিচালক, লাইব্রেরিয়ান, আইকিউএসির ডিরেক্টর, ব্যাংকের ম্যানেজার ও বিশ্ববিদ্যালয়ের সংগঠন সমূহের প্রতিনিধিরা সহ অন্যান্য স্টেকহোল্ডারগণ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

© all rights reserved
made with by wikibangla.net