মো: লিখন ইসলাম, বাকৃবি, প্রতিনিধি
হারানো বিজ্ঞপ্তি
আমি মো: ইমরান হোসেন পিতা- মো: আব্দুর রহমান, মাতা- মোছা: নাহার রহমান, গ্রাম: রসুলপুর, পোস্ট : নবীপুর, থানা- চিরিরবন্দর, জেলা- দিনাজপুর। থানায় এই মর্মে সাধারন ডায়েরী করার আবেদন করিতেছি যে, আমি গত ০৫/০৪/২০২১ ইং তারিখে দুপুর ৩:৩০ ঘটিকার সময় কোতোয়ালী মডেল থানাধীন ওয়ার্ড -২০ কেওয়াটখালী এর ওয়াপদা মোড় এলাকা থেকে আমার নিকটে থাকা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে এম এস এর মার্কসিট (নম্বরপত্র) অসাবধানতা বশত হারিয়ে যায় । উক্ত হারিয়ে যাওয়া মূল মার্কসিট (নম্বরপত্র) বিবরণ-
এম এস এর মার্কসিট (নম্বরপত্র) যাহার পরীক্ষার নাম: Summer semester (April-September 2021) রোল নং- ২০২৩০১১৮ রেজিঃ- ৪৩২৯০, জি.পি.এ ৩.২০, বিভাগ: এ্যানিম্যাল ব্রীডিং এ্যান্ড জেনেটিক্স সেশন-২০১৪-১৫
শিক্ষা প্রতিষ্ঠান: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখোঁজি করিয়া উহার কোন সন্ধান পাই নাই । এ বিষয়ে কোতোয়ালী মডেল থানায় ১৩-০৬-২৩ ইং জিডি করা হয়েছে, যার নং-২১৪০।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন