বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সেচ্ছাসেবী সংগঠন হাসিমুখের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে হাসিমুখের কার্যনির্বাহী কমিটি ২০২৩-২৪ ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি ভেটেরিনারি অনুষদের অধ্যাপক ড. এ. এস. মাহফুজুল বারি এবং সাধারণ সম্পাদক কৃষি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মোবারক হোসেন। রবিবার (১৮ জুন) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদীয় সম্মেলন কক্ষে ওই সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটির সহ সভাপতি অধ্যাপক ড. মো. আলী আশরাফ, অধ্যাপক ড. মো. রইস উদ্দীন মিঞা, অধ্যাপক ড. ফাতেমা হক শিখা, অধ্যাপক ড. মো. পারভেজ আনোয়ার, অধ্যাপক ড. ফৌজিয়া সুলতানা , অধ্যাপক ড. রোখসানা পারভীন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক-১ মো. সামী-উস সাদাত সিহাব, যুগ্ম-সাধারণ সম্পাদক-২ মো. সারওয়ার জাহান, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ইনাম তিসা, সহ-সাংগঠনিক সম্পাদক-১ শাহরিন তাবাসসুম শিল্পী চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক- ২ সৈয়দ মোবারক হোসেন নিলয়, কোষাধ্যক্ষ রুবাইয়া বিনতে রেজানুর পূর্ণা, দপ্তর সম্পাদক মিফতাউল জান্নাত মিথিলা, উপ-দপ্তর সম্পাদক নাজমুস সাদাত, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক সানজিদা আক্তার মিনা, প্রচার সম্পাদক নুজহাত তাবাচ্ছুম আলম, যোগাযোগ ও সমন্বয়ক নাফি উজ জামান, ফটো এন্ড মিডিয়া এক্সিকিউটিভ সাদমান জাওয়াদ সাকিব। কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ৭ জন।
ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. ফাতেমা হক শিখার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসিমুখের শিক্ষক উপদেষ্টা অধ্যাপক ড. আফরিনা মুস্তারি, অধ্যাপক ড. মো. পারভেজ আনোয়ার, অধ্যাপক ড. ফৌজিয়া সুলতানা প্রমুখ। আরোও উপস্থিত হাসিমুখের প্রায় অর্ধশতাধিক সদস্য।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন