তিন অনুষদের লাগাতার আন্দোলনে বাকৃবির অচল অবস্থা

প্রতিবাদ, Bangladeshi news, bangla news, bangla newspaper, বাংলা নিউজ, বাংলা সংবাদ, বাংলাদেশি নিউজ

তিন অনুষদের লাগাতার আন্দোলনে বাকৃবির অচল অবস্থা

 মোঃ লিখন ইসলাম, বাকৃবি প্রতিনিধি




বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ক্লাস-পরীক্ষা বর্জন করে তিন অনুষদের শিক্ষার্থীরা দফায় দফায় আন্দোলন, অবস্থান কর্মসূচী ও সড়ক অবরোধে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান কর্মসূচী। এতে করে পিছিয়ে যাচ্ছে বাকৃবির তিন অনুষদ ভেটেরিনারি, মাৎস বিজ্ঞান ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা।


সম্প্রতি (৩০ মে) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক গেজেটে প্রজ্ঞাপন আকারে ক্যাডার বহির্ভূত গেজেটের কর্মকর্তা ও নন ক্যাডার কর্মচারী নিয়োগ বিধিমালায় সকল পদে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রীকে অন্তর্ভুক্ত করা হয়নি।

এই নিয়োগ বিধিমালায় বিভিন্ন পদ থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি বাদ দেওয়ার প্রতিবাদে ও ডিভিএম ডিগ্রিকে কম্বাইন্ড ডিগ্রি করার জন্য পরীক্ষা ও ক্লাস বর্জন করেছে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষক ও সাধারণ শিক্ষাার্থীর। গত সোমবার (৫ই জুন) থেকে এক দেশ এক ডিগ্রি চালু করার জন্য টানা ৬ দিনের মত বিক্ষোভ আন্দোলন করছেন তারা।
তিন অনুষদের লাগাতার আন্দোলনে বাকৃবির অচল অবস্থা

অন্যদিকে একই প্রজ্ঞাপনে পশুপালন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা নন-ক্যাডার পদসমূহে শুধুমাত্র পশুপালন ডিগ্রিধারীদের অন্তর্ভুক্তি এবং কম্বাইন্ড ডিগ্রিধারীদের নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলন করছে ৪ দিন ধরে। আজ (৬জুন) থেকে দাবী আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছেন পশুপালন অনুষদের শিক্ষার্থীরা।


এদিকে মৎস্য ও প্রণিসম্পদ মন্ত্রাণালয়ের প্রস্তাবিত নতুন প্রজ্ঞাপনের ৬ষ্ঠ অধ্যায়ের ২০ নং অনুচ্ছেদ বাতিল করে ফিশারিজ গ্রাজুয়েটদের সুযোগের দাবিতে মানববন্ধন করেছে বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা।

তিন অনুষদের লাগাতার আন্দোলনে বাকৃবির অচল অবস্থা

জানা যায়, এই প্রজ্ঞাপনে মাছের চিকিৎসার ক্ষেত্রে ভেটেরিনারিদের প্রাধান্য দেওয়া হয়েছে কিন্তু মাছের চিকিৎসা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে মাৎসবিজ্ঞান গ্রাজুয়েটরাই প্রাধান্য পাবে। এর প্রতিবাদে সোমবার (১২ জুন ) বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তন মুক্তমঞ্চের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


শিক্ষার্থীরা এসময় প্রস্তাবিত নতুন প্রজ্ঞাপনে ৬ষ্ঠ অধ্যায়ের ২০ নং অনুচ্ছেদে নীতিমালা অবিলম্বে বাতিল করার দাবি জানায়। 

  1. সব জায়গায় ভেটেরিনারি ঢুকিয়ে দেন.. বাকৃবিতে আর কোন ডিগ্রি‌ দরকার নেই
    একদিন শুনবো তারা মানুষের চিকিৎসাও শুরু করেছে

    উত্তরমুছুন
  2. আমি বুঝিনা কি করে লাইভস্টোক সেক্টরে তাদের সুযোগ দেওয়া উচিত, কম্বাইন্ড ডিগ্রিতে মেইনলি পড়ানো হয় মেডিসিন নিয়ে তাইলে প্রডাক্টশনে তারা কি ধোঁয়া দেবে?
    দেশটা উল্টো পথে চালানোর অপচেষ্টা করবেন না

    উত্তরমুছুন

© all rights reserved
made with by wikibangla.net