অর্ধশতাধিক বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বায়োলজি ও বায়োইনফরমেটিক্স অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

অর্ধশতাধিক বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বায়োলজি ও বায়োইনফরমেটিক্স অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত, bangla news, bangla songbad, বাংলা নিউজ পেপার

 

অর্ধশতাধিক বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বায়োলজি ও বায়োইনফরমেটিক্স অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

- মোঃ লিখন ইসলাম,  বাকৃবি প্রতিনিধি।


বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইনে ১ম বারের মত বায়োলজি এবং বায়োইনফরমেটিক্স অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। এই রাউন্ডে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সহ বাংলাদেশের ৫০+ বিশ্ববিদ্যালয়ের ৬২০ জন শিক্ষার্থী  অংশগ্রহণ করেন। 


বৃহস্পতিবার (২২জুন) রাত ৮ টায় অনলাইনে আয়োজিত এই অলিম্পিয়াডটির পরীক্ষা সম্পন্ন হয় এবং অনলাইন প্লাটফর্ম গুগল মিট এর মাধ্যমে   উদ্বোধন অনুষ্ঠিত হয়। দুই শিফটের ফাইনাল রাউন্ডের পরীক্ষায় ৬২০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।

 

বায়োপিসি নামক অলাভজনক  সংগঠন এই অলিম্পিয়াডটি আয়োজন করেন। এলিমিনেশন এবং ফাইনাল দুইটি রাউন্ড মিলে অলিম্পিয়াডটি সম্পন্ন হয়। এলিমিনেশন রাউন্ডে বাংলাদেশের ৫০+ বিশ্ববিদ্যালয়ের তিন হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং তাদের মধ্য থেকে ৬২০ জন ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হোন। 


উদ্বোধনী অনুষ্ঠানে বাকৃবি শিক্ষার্থী অর্ণব সাহার  সঞ্চালনায় এবং বায়োপিসির প্রতিষ্ঠাতা মো. হৃদয় আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. বেনু কুমার দে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আল ফোরকান, অধ্যাপক ড. লায়লা খালেদা। এছাড়াও সৌদি আরবের কোয়াসিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফজলুল  আজম, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অমিত কুমার দত্ত উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. বেনু কুমার দে বলেন, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ১ম রাউন্ডে প্রায় ৩০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ সত্যিই প্রশসংশীয়। বর্তমানে  প্রযুক্তিনির্ভর এ বিশ্বের সাথে তালে  মিলিয়ে চলার ক্ষেত্রে উচ্চতর শিক্ষায় গবেষণার কোনো বিকল্প  নেই। গতানুগতিক মুখস্তনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে এসে গবেষণা  নির্ভর উচ্চতর শিক্ষা যেমন  রোবোটিক্স, জেনেটিক্স, কম্পিউটেশনাল বায়োলজি ইত্যাদিতে মনোনিবেশ করতে হবে। সেইসাথে শিক্ষার্থীদের প্রোগ্রামিং, ইংরেজি ভাষায় দক্ষতা  সহ অন্যান্য সফট স্কিল পড়াশোনার পাশাপাশি রপ্ত করতে  হবে। 


উল্লেখ্য বায়োপিসি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য বায়োইনফোরম্যাটিক্স ও কম্পিউটেশনাল বায়োলজি ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী গবেষণা সংগঠন। যার প্রতিষ্ঠাতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী মো. হৃদয় আহমেদ । বায়োপিসির উদ্দেশ্যে উদ্দেশ্যে একদল দক্ষ, উদ্যমি গবেষক তৈরি করা। এই অলিম্পিয়াডে

ফাইনাল রাউন্ডের উত্তীর্ণদের মধ্য থেকে শীর্ষ ৩০ জন শিক্ষার্থীর জন্য ক্রেস্ট, সার্টিফিকেট, বই এবং ১০ হাজার টাকা সমমূল্যের ফ্রী রিসার্চ ইন্টার্নশিপ সুবিধা প্রদান করা হবে।

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

© all rights reserved
made with by wikibangla.net