মো: লিখন ইসলাম, বাকৃবি প্রতিনিধি
"সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ" প্রতিপাদ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও বৃক্ষরোপণ করা হয়।
সোমবার (৫ জুন) সকাল ১১ টায় র্যালির মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল। বাকৃবির পরিবেশ বিজ্ঞান বিভাগ দিবসটি পালনের আয়োজন করে।
র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে লাইব্রেরির সামনের রাস্তা প্রদক্ষিণ করে আবার প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়। পরে প্রশাসনিক ভবনের সামনে বৃক্ষরোপণ করা হয়।
র্যালি ও বৃক্ষরোপন অনুষ্ঠানে পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আবদুল বাতেনের সভাপতিত্বে এবং অধ্যাপক ড মো. বদিউজ্জামান খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাকৃবির উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো অর্ডিনেটর অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান, রেজিস্ট্রার কৃষিবিদ মো. অলিউল্লাহ, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আসলাম আলী এবং এগ্রিমেটিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. এ.বি.এম. আরিফ হাসান খান রবিনসহ ওই বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীবৃন্দ।
ড. মোঃ আব্দুল আউয়াল বলেন, প্লাস্টিক দূষণ প্রতিরোধে সঠিক ব্যবস্থাপনা প্রয়োজন। সকলের সুস্বাস্থ্য গড়ে তুলতে প্লাস্টিক জাতীয় পণ্য যতটা সম্ভব বর্জন করতে হবে। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে আমরা নিজেরা প্লাস্টিক বর্জন করব এবং অন্যদেরকেও এ ব্যাপারে উৎসাহিত করবো।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন