-মো. লিখন ইসলাম, বাকৃবি সংবাদদাতা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাংস্কৃতিক সংগঠন ত্রিভুজ ‘ত্রয়ী- ১৪’ শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে।
মঙ্গলবার (২০জুন) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো হারুন-অর-রশিদ । অনুষ্ঠানের শুরুতেই দেশের স্বাধীনতা নিয়ে তুলে ধরা হয় একটি ভিন্নধর্মী পরিবেশনা। এসময় ত্রিভুজের সদস্যরা দর্শকদের মাঝে উপস্থাপন করে দেশাত্মবোধক গান। একে একে দলীয় নৃত্য, গান, খন্ডনাটক দিয়ে দর্শকদের মাতিয়ে রাখা হয় অনুষ্ঠানের পুরো সময় জুড়ে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম , বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ এবং ত্রিভুজের প্রাক্তন সদস্যরাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
‘সুপ্তকে বিকশিত করাই আমাদের লক্ষ্য’ স্লোগান নিয়ে ২০০৩ সালের ১৪ এপ্রিল প্রতিষ্ঠা লাভ করে ত্রিভুজ। প্রতি বছর ‘ত্রয়ী’ নামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানটি জাঁকজমক করতে প্রায় এক মাসব্যাপী অনুশীলন চলে ত্রিভূজ কর্মীদের।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন