একক ডিগ্রী প্রণয়ন আন্দোলনের সাথে ভেটেরিনারি অনুষদের শিক্ষকবৃন্দের একাত্মতা পোষণ

বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় নিউজ, বাংলা নিউজ, বাংলা নিউজ পেপার, বাংলা সংবাদ, bangla news, bangla newspaper, wikibangla news

 

একক ডিগ্রী প্রণয়ন আন্দোলনের সাথে ভেটেরিনারি অনুষদের শিক্ষকবৃন্দের একাত্মতা পোষণ

মোঃ লিখন ইসলাম, বাকৃবি প্রতিনিধি


ভেটেরিনারি অনুষদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা টানা দ্বিতীয় দিনের মত সকল ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে বিক্ষোভ কর্মসুচি অব্যাহত রেখেছে। শিক্ষার্থীদের এই আন্দোলনের সাথে একাত্মতা পোষন করেছেন ভেটেরিনারি অনুষদের শিক্ষকবৃন্দরা। সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে নন-ক্যাডার নিয়োগ বিধিমালার বেশ কিছু পদে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) অন্তর্ভুক্ত না করায় শিক্ষার্থীদের এই আন্দোলন।


মঙ্গলবার (০৬ জুন) ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলেনে লিখিত বক্তব্যে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের সাথে এই ঐক্যমত পোষণের কথা জানান ভেটেরিনারি অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. মো: বাহানুর রহমান।


লিখিত বক্তব্যে ড. মো: বাহানুর রহমান বলেন, প্রজ্ঞাপনে  প্রাণিসম্পদ  সম্প্রসারণ কর্মকর্তা, পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার, অ্যানিমেল প্রোডাকশন অফিসার, পশুপালন কর্মকর্তা ও জ্যু অফিসার পদগুলোতে ভেটেরিনারি সাইন্স এন্ড এনিম্যাল হাজবেন্ড্রি ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ থাকলেও শুধুমাত্র ডিডিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ রাখা হয়নি। অথচ বাংলাদেশের ভেটেরিনারি বিষয়ে ডিগ্রি প্রদানকারী ১৪ টি বিশ্ববিদ্যালয় মধ্যে ভেটেরিনারি শিক্ষার সূতিকাগার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ দেশের ৭টি বিশ্ববিদ্যালয়ে ডিভিএম ডিগ্রী প্রদান করা হচ্ছে।


তিনি আরো বলেন, ডিভিএম গ্রাজুয়েটগণ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড এনিম্যাল হাসবেন্ড্রি ডিগ্রিধারীদের মতোই ভেটেরিনারি সায়েন্সের কোর্সের সাথে ৩০% প্রোডাকশন কোর্স সম্পন্ন করেন । শুধুমাত্র ডিগ্রির নামের ভিন্নতার জন্য একই যোগ্যতাসম্পন্ন ডিভিএম গ্রাজুয়েটগণ সুযোগ না পাওয়ার কারণে ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়সমূহের সকল গ্রাজুয়েটগণ এইসব চাকুরির সুযোগ থেকে বঞ্চিত হবে। উল্লেখিত পদগুলোতে চাকুরির সুযোগ দেওয়ার ব্যবস্থাকরণসহ সারাদেশে প্রাণিসম্পদ বিষয়ে একক ডিগ্রি অর্থাৎ  বিএসসি ভেটরিনারি অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি চালু করে উদ্ভূত সমস্যার স্থায়ী সমাধানে আশু ব্যবস্থা নেওয়া হোক।


সম্মেলনে সমন্বিত ডিগ্রির প্রয়োজনীয়তা নিয়ে সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. নাসরিন সুলতানা জুয়েনা বলেন, দাপ্তরিকভাবে বলা হয় যে ভেটেরিনারিতে আমরা ৭০ শতাংশ উৎপাদন বিষয়ে পড়াই । তবে পশুপালনের সাথে আমাদের পড়াশোনার কোনো পার্থক্য নাই। ভেটেরিনারিতে শুধু পুষ্টি সম্পর্কিত বিষয় পড়ানো হয় কিন্তু পুষ্টিহীনতা বা পুষ্টির সঠিক ব্যবস্থাপনার অভাবে কি কি রোগ হতে পারে সেগুলো পড়ানো হয় না। পশুর সঠিক ব্যবস্থাপনার জন্য আমাদের এই সমন্বিত ডিগ্রির একান্ত প্রয়োজন।


সংবাদ সম্মেলনে আরো জানা যায়, বিশ্ববিদ্যালয়ের  প্রতিষ্ঠাকালিন বিএসসি ভেটরিনারি অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রী প্রদান করা হতো যাতে ৮০% প্রাণিস্বাস্থ্য এবং ২০% প্রাণি উৎপাদন কোর্স কারিকুলাম রাখা। ১৯৬৩ সালে বিএসসি ভেটরিনারি অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রিকে ডিভিএম এবং বিএসসি ইন অ্যানিমেল হাজবেন্ড্রি নামক দুটি পৃথক ডিগ্রি দেয়া শুরু করে। কিন্তু বর্তমানে বৃহত্তর স্বার্থে ও প্রাণিসম্পদের উন্নয়নে সারাদেশে বিএসসি ভেটরিনারি অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রি প্রদান করা উচিত।


কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

© all rights reserved
made with by wikibangla.net