মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাকৃবি শিক্ষার্থী নিহত

সড়ক দুর্ঘটনা, বিশ্বিবদ্যালয় শিক্ষার্থী নিহত, বাংলা সংবাদ, বাংলা নিউজ, bangla news

 

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাকৃবি শিক্ষার্থী নিহত

-মোঃ লিখন ইসলাম,  বাকৃবি প্রতিনিধি।


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের লেভেল-২ সেমিস্টার-১ এর ২০২০-২১ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী ফরিদ উজ জামান রিফাত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি ঈশা খাঁ হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যতে শোকাহত পুরো বাকৃবি পরিবার। 

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাকৃবি শিক্ষার্থী নিহত


স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ জুন) আনুমানিক রাত ১০ টার দিকে পিতাকে ডাক্তার দেখিয়ে ময়মনসিংহ থেকে নেত্রকোনায় নিজ বাসায় ফেরার পথে নেত্রকোনা পূর্বধলা উপজেলায় তাদের বহনকারী সিএনজি এবং ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় রিফাত এবং তার বাবা সহ সিএনজিতে অবস্থানরত আরো দুইজন আহত হন। পরবর্তীতে তাদেরকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


বিশ্ববিদ্যালয় সূত্রে আরো জানা যায়, নিহত রিফাত নেত্রকোনা পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৮ ব্যাচের মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং বর্তমানে বাকৃবির শিক্ষার্থী ছিলেন। তার অকাল বিদায়ে স্তব্ধ তার পরিবার ও স্বজনেরা। শোকের ছায়া নেমেছে শিক্ষক এবং সহপাঠীদের মাঝে। 


তার বিদায়ের খবরে তার এক সহপাঠী শোক প্রকাশ করে বলেন, আজকে দুপুর এ ফরিদ এর লগে দেখার হওয়ার পর ফরিদ বললো, বন্ধু গাছে জাম পাকছে চল আমার হলে যায় একসাথে জাম খাবো। আজকে গেলাম নাহ । আজকে বন্ধু একেবারে চলে গেলো। এখন জাম খাওয়াবে কে? 


সর্বশেষ পাওয়া তথ্যমতে ফরিদের লাশ তার বাসায় পাঠানো হয়েছে। শুক্রবার (১৬জুন) বাদ জুম্মা তার জানাজা এবং দাফন অনুষ্ঠিত হবে।

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

© all rights reserved
made with by wikibangla.net