বাকৃবিতে হিট অফিসার চায় শিক্ষার্থীরা

বাকৃবিতে হিট অফিসার চাই শিক্ষার্থীরা, Bangladesh Agriculture University, বাকৃবি নিউজ, wikibangla News, হিট অফিসার, বাকৃবি হিট অফিসার

বাকৃবিতে হিট অফিসার চাই শিক্ষার্থীরা

মো: লিখন ইসলাম, বাকৃবি প্রতিনিধি


পৃথিবীজুড়ে জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ছে উত্তাপ। বাংলাদেশও এর ব্যাতিক্রম নয়। দেশে তীব্র তাপদহে অতিষ্ঠ সবাই। সবুজ ঘেরা ১২০০ একরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসও তাপদহে উত্তপ্ত হয়ে উঠেছে। এই উত্তাপ কমানোর জন্যে অতিদ্রুত চিপ হিট অফিসার (নারী) নিয়োগের দাবি জানিয়েছেন বাকৃবি শিক্ষার্থীরা।


জানা যায়, একজন চিফ হিট অফিসার দায়িত্বপ্রাপ্ত নগরের অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার ঝুঁকি মোকাবেলায় কাজ করবেন। সেইসঙ্গে তিনি আরবান হিট আইল্যান্ড বা শহরের উচ্চ তাপমাত্রাবিশিষ্ট অঞ্চলের তাপমাত্রা কমানোর জন্য কাজ করবেন।


ইদানিং বাকৃবিতে একদিকে লোডশেডিং এবং অন্যদিকে তাপমাত্রা বাড়ায় সাধারণ শিক্ষার্থীরা গরমে অসহ্য কষ্টে অস্থির হয়ে উঠেছে। তাই তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একজন হিট অফিসার (নারী) পদ চেয়ে স্মারকলিপি প্রদান করতে চাই।

বাকৃবিতে হিট অফিসার চাই শিক্ষার্থীরা

এ বিষয়ে আদনান নামে এক শিক্ষার্থী বলেন, ইদানিং বাকৃবিতে লোডশেডিং আর তাপমাত্রা বাড়ায় সাধারণ শিক্ষার্থীরা ভার্সিটি প্রশাসনের কাছে একজন হিট অফিসার (নারী) পদ চেয়ে স্মারকলিপি প্রদান করেছে। আদনান নামে এক শিক্ষার্থী বলেন, আগামী বর্ষা মৌসুম আসার আগেই ক্যাম্পাসের তাপমাত্রা কমাতে দ্রুতই একজন হিট অফিসার নিয়োগ জরুরি।


বিশেষ করে সন্ধ্যার সময় বিশ্ববিদ্যালয়ের হটস্পট গুলোতে অসহ্য রকমের গরম  পরে।মাঝেমধ্যে ঘন্টাভর লোডশেডিং হয় হলগুলোতে প্রায় প্রায়ই।


আদনানের আরেক বন্ধু  বলেন, যতোদূর জানি সব হিট অফিসার একজন নারী। তবে হিট অফিসার নিয়োগ দিলে অনেকের হিট কমলেও অনেকের আবার হিট বেড়ে যেতে পারে। তাই এই বিষয়ে ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত।

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

© all rights reserved
made with by wikibangla.net