নিখোঁজ পবিপ্রবি শিক্ষার্থী সিফাত


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থী সিফাত উল হক গত ২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। 

গত ১৬ মে মঙ্গলবার মধ্য রাত থেকে তার নিখোঁজ হওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিফাত উল হক বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি চট্টগ্রাম জেলায়।

এই বিষয়ে নিখোঁজ শিক্ষার্থীর রুমমেট আমিরুল আলম জানান, “গত ১৭ মে আমাদের পরীক্ষা থাকায় আমরা সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। অনেক রাতেও সিফাত রুমে আসেনি দেখে ভেবেছিলাম হয়তো অন্য কোন রুমে পড়ছে । ১৭ তারিখ পরীক্ষার হলে না দেখে ঘটনাটি তার পরিবার ও ক্যাম্পাস প্রশাসনকে জানাই।"

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিফাত উল হক নিখোঁজ হয়েছেন। আমরা অবগত হওয়া মাত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থানায় জিডি করছি। পুলিশ ইতোমধ্যেই ব্যবস্থা গ্রহণ করেছে এবং তাৎক্ষণিকভাবে তাকে খোঁজ করা শুরু করছেন। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url