অসহায় কৃষকদের পাশে নোবিপ্রবি ছাত্রলীগ
-সাদমান রাকিন, নোবিপ্রবি
বিশ্ববিদ্যালয়ের পাশে টং দোকানদার কৃষক মোহাম্মদ কবির হোসেন। অসুস্থা এবং অর্থের অভাবে নিজের সোনালী ফসল ঘরে তুলতে পারছিলেন না। নোয়াখালী মৌজার আরেক কৃষকের নাম হোসেন আলী। শ্রমিকের অভাবে পাকা ধান ঘরে তুলতে না পেরে চিন্তায় ছিলেন তিনিও।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পদ প্রত্যাশী নেতাদের নেতৃত্বে কৃষক কবির হোসেন এবং হোসেন আলীর পাকা ধান কেটে ঘরে তুলে দেন ছাত্রলীগের নেতা কর্মীরা। কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচীর অংশ হিসেবে এভাবেই কৃষকের পাশে দাড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের পদপ্রত্যাশী সকল ছাত্রলীগ নেতা।
দীর্ঘদিন থেকে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি না থাকায় বিচ্ছিন্নভাবেই কেন্দ্রীয় কর্মসূচী পালন করে আসছে ছাত্রলীগের পদপ্রত্যাশী এই পাঁচ নেতা। এর আগে কেন্দ্রের নির্দেশে বিভিন্ন কর্মসূচী পালন করলেও ধান কাটা কর্মসূচীতে বেশ প্রশংসা কুড়িয়েছে তারা।
ছাত্রলীগের পদ প্রত্যাশী নেতারা জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের কর্সূচীর অংশ হিসেবেই কৃষকের পাশে দাড়িয়েছে নোবিপ্রবি ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি না থাকায় বিচ্ছিন্নভাবেই এই কর্মসূচী পালন করেন তারা। অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফুটাতে চায় তারা। ছাত্রলীগের সমস্ত নেতা কর্মীরা বাংলার খেটে খাওয়া মানুষের পাশে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে নোবিপ্রবি ছাত্রলীগ সবসময় কাজ করে যাবে।
ছাত্রলীগের এমন কাজে খুশি এই অঞ্চলের কৃষকরাও। তারা ছাত্রলীগকে এমন কাজের জন্য সাধুবাদ জানায়। বিশ্ববিদ্যালয়ের পাশে জমির মালিক কৃষক আব্দুর রহিম জানায়, এই কাজের মাধ্যমে শুধু অসহায় কৃষকদের পাশে দাঁড়ানোই নয় বরং কৃষি কাজে এদেশের মানুষকে উৎসাহ দেওয়া হচ্ছে। কৃষি নির্ভর এই দেশে কৃষিকে আরো গুরুত্বের সাথে দেখবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
![]() |
ধান কেটে বাড়ি পৌছে দিচ্ছে ছাত্রলীগের নেতা কর্মীরা |