চবিস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

চবিস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন


চট্টগ্রাম বিশ্ববিদ্যালস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির  নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গাজী ফখরুল আমিন প্রান্ত। সাধারণ সম্পাদক হয়েছেন মুশফিকা তাফসি মুন্নি। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোঃ তাইয়েব উল হাসিব।

বৃহস্পতিবার (৪ মে) ২০২৩ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতি বিশ্ববিদ্যালয়ের যাদুঘর প্রাঙ্গনে সমিতির ২০২২-২৩ সেশনের ৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। যার মেয়াদকাল আগামী ছয়মাস।

চবির বরুড়া উপজেলার শিক্ষক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এই কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রায় ৩০ জন বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষক। নবগঠিত এ কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন অধ্যাপক চন্দন কুমার পোদ্দার, অধ্যাপক ডঃ বিধান চন্দ্র মজুমদার, অধ্যাপক ডঃ মোহাম্মদ আমান উল্ল্যাহ, ডঃ মাহবুবুর রহমান,  নাজমুল হোসাইন, শিপন হোসেন এবং মিঠু রঞ্জন সরকার।

নবগঠিত কমিটির সভাপতি বলেন সকলকে সাথে নিয়ে এই কমিটিতে কাজ করবো। এবং সাথে সাথে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থীদের সহায়তা, অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বৃক্ষরোপন কর্মসূচি সহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড এই বছর পরিচালিত করবে। ক্যাম্পাসে আমরা একটি পরিবারের মত বসবাস করি। এ সংগঠন আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে।

সাধারণ সম্পাদক বলেন, পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সবাইকে নিয়ে শিক্ষা, ঐক্য ও সহযোগিতায় প্রাণের সংগঠন "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতি" এর সাংগঠনিক কাজ গতিশীল করবো এবং সংগঠনকে এগিয়ে নিয়ে যাব।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url