হাবিপ্রবির তাজউদ্দীন হল ক্রিকেট লীগের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান আয়োজিত

হাবিপ্রবির তাজউদ্দীন হল ক্রিকেট লীগের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান, Cricket, ক্রিকেট খেলা, বিশ্বিবদ্যালয় ক্রিকেট লীগ, খেলা নিউজ, wikibangla news

 

হাবিপ্রবির তাজউদ্দীন হল ক্রিকেট লীগের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান আয়োজিত


তরু, হাবিপ্রবি প্রতিনিধি


"একতাই শক্তি একতাই বল, মাদক ছেড়ে মাঠে চল"   স্লোগানকে সামনে রেখে ২৯ মে রবিবার সন্ধ্যা ৭ টায় তাজউদ্দিন আহমেদ হল  ছাত্রলীগ কর্তৃক আয়োজিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ (TFCL-Season 2) এর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান হলের গ্রাউন্ড ফ্লোরে অনুষ্ঠিত হয়েছে।



এসময় উপস্থিত ছিলেন তাজউদ্দিন আহমেদ হল এর হল সুপার ড. আব্দুল্লাহ আল মামুন, সহকারী হল সুপার ড. মোঃ হোসনে মোবারক মিঠু ও সহকারী হল সুপার এ. এস. এম মাহবুবুর রহমান।

wikibangla news


 তাজউদ্দীন হল মাঠে আগামী ৪ জুন থেকে অনুষ্ঠিত এই খেলার ছয়টি দল অংশগ্রহণ করবে যাতে ৬ টি ক্যাটাগরিতে প্লেয়ারদের ভাগ করা হয়েছে।



তাজউদ্দীন আহমেদ হলের হল সুপার ড. আব্দুল্লাহ আল মামুন বলেন,  তাজউদ্দিন আহমেদ হল কর্তৃক আয়োজিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ (TFCL-Season 2) এর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হলো।খেলাধুলার মাধ্যমে ছাত্রদের মেধার বিকাশ ঘটবে। অনৈতিক কাজ থেকে দূরে থাকবে মাদক থেকে দূরে থাকবে।



উল্লেখ্য তাজউদ্দীন আহমেদ হল শাখা ছাত্রলীগের মাদকের বিরুদ্ধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ২য় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এ ফ্রাঞ্চাইজি  প্রিমিয়ার লীগ।

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

© all rights reserved
made with by wikibangla.net