ধরলা-তিস্তা-ব্রহ্মপুত্রকে বাণিজ্য উপযোগী করে তোলার দাবি

 

ধরলা-তিস্তা-ব্রহ্মপুত্রকে বাণিজ্য উপযোগী করে তোলার দাবি

সাইদ হোসেন নাঈম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর (এমপি) নিকট কুড়িগ্রামের ধরলা-তিস্তা-ব্রহ্মপুত্রকে বাণিজ্য উপযোগী করে গড়ে তোলার  দাবি জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুড়িগ্রামের কৃতী সন্তান, নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক সাজেদুল ইসলাম।


বৃহস্পতিবার (২৫ মে) নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাংলোয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এ দাবি তুলে ধরেন।


প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সাজেদুল ইসলাম বলেন 'আমি কুড়িগ্রামের সন্তান। কুড়িগ্রাম একটি পিছিয়ে পড়া জনপদ, এই জনপদকে এগিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে,ধরলা -তিস্তা - ব্রহ্মপুত্রের ভাঙন-বিচ্ছেদ রোধ করা অতীব জরুরি। নদীর সাথে আমাদের যে গান-কবিতার সম্পর্ক রয়েছে, সেটি সমুন্নত রেখেই ' নদীকে বাণিজ্যকরণ করে গড়ে তুলতে হবে।যাতে সেভেন সিস্টার্সসহ আন্তর্জাতিকভাবে ব্যবসা বাণিজ্যের প্রধান বাহন নদী হয়ে উঠতে পারে।তবেই কুড়িগ্রাম এগিয়ে যাবে।"


জবাবে মাননীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, তোমার দাবি যৌক্তিক।কুড়িগ্রামকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে আমরা খুব দ্রুত কাজ শুরু করবো।


এসময় উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড.সৌমিত্র শেখর দে, নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবীদ ড.হুমায়ুন কবির ও নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ রংপুর ডিভিশনাল স্টুডেন্ট এসোসিয়েশনের শিক্ষার্থীবৃন্দ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url