গুচ্ছের বি ইউনিটের ফলাফল প্রকাশিত, সর্বোচ্চ নম্বর পেয়েছেন সিসরাত জাহান।
গুচ্ছের বি ইউনিটের ফলাফল প্রকাশিত পাশের হার ৫৬.৩২
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিট (মানবিক) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাশ করেছে ৫৬.৩২ শতাংশ। আর উর্ত্তীণ হয়েছেন ৫৩ হাজার ২৯৬ জন ভর্তিচ্ছু। আজ মঙ্গলবার (২২ মে) রাত ৯টার পর এই ফলাফল প্রকাশ করা হয়।
এবারের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৯৪ হাজার ৬৪১ জন শিক্ষার্থী; যা সর্বমোট আবেদনের ৯৮ দশমিক ১৪ শতাংশ। এবারের ৯৬ হাজার ৪৩৪ জন আবেদনকারীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১৭৯৩ জন এবং যা সর্বমোট হিসেবে ১ দমমিক ৮৬ শতাংশ। এবারের পরীক্ষায় পাশ নম্বর ৩০ এর কম পেয়েছেন অর্থাৎ অনুর্ত্তীর্ণ হয়েছেন ৪১ হাজার ৩৩৮ জন। যা মোট আবেদনের ৪৩ দশমিক ৬৮ শতাংশ। আর বাতিল করা হয়েছে মোট ৭ জন পরীক্ষারর্থীকে।
ভর্তি পরীক্ষায় অংশ নেওয়াদের মধ্যে ৯০ নম্বরের ঊর্ধ্বে পেয়েছেন মাত্র ২ জন। তাছাড়া ৮০ নম্বরের ঊর্ধ্বে পেয়েছেন ১০৩ জন, ৭৫ নম্বরের ঊর্ধ্বে পেয়েছেন ৩৪৫ জন, ৭০ নম্বরের ঊর্ধ্বে পেয়েছেন ৯৯১ জন, ৬৫ নম্বরের ঊর্ধ্বে পেয়েছেন ২ হাজার ৩৩৩, ৬০ নম্বরের ঊর্ধ্বে পেয়েছেন ৪ হাজার ৮৪১, ৫৫ নম্বরের ঊর্ধ্বে পেয়েছেন ৮ হাজার ৯৮৫, ৫০ নম্বরের ঊর্ধ্বে পেয়েছেন ১৪ হাজার ৯৭০ জন শিক্ষার্থী।
এছাড়াও এবারের পরীক্ষায় ৪৫ নম্বরের ঊর্ধ্বে পেয়েছেন ২২ হাজার ৫৮৩, ৪০ নম্বরের ঊর্ধ্বে পেয়েছেন ৩১ হাজার ৭৩৬, ৩৫ নম্বরের ঊর্ধ্বে পেয়েছেন ৪২ হাজার ৪৫, ৩০ নম্বরের ঊর্ধ্বে পেয়েছেন ৫৩ হাজার ২৯৬ এবং ৩০ নম্বরের পেয়েছেন ৪১ হাজার ৩৩৮ জন ভর্তিচ্ছু।
বি ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন সিসরাত জাহান।