চলন্ত বাসে নোবিপ্রবি ছাত্রী হেনস্তা

চলন্ত বাসে নোবিপ্রবি ছাত্রী হেনস্তা


সাজিদ খান, নোবিপ্রবি প্রতিনিধি


ফেনী নোয়াখালী রুটে চলাচল করা সুগন্ধা বাসে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১৭ তম ব্যাচের এক নারী শিক্ষার্থী হেনস্তার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। 


ভুক্তভোগী শিক্ষার্থী জানান টিউশনে যাওয়ার উদ্দেশ্য বন্ধুসহ সুগন্ধা বাসে যাত্রা করেন তারা।  সোনাপুর থেকে সাত-আট জন বখাটে তাদেরকে অনুসরণ করতে থাকে। একপর্যায়ে মাইজদীর জহুরুল হক মিয়ার গ্যারেজে গিয়ে বাস থামলে তাদেরকে টেনেহিঁচড়ে বাস থেকে নামানোর চেষ্টা করে বখাটে দল। তখন তারা ওই নারী শিক্ষার্থীর বন্ধুর কলার চেপে ধরে তার পকেট থেকে মোবাইল মানিব্যাগ ছিনিয়ে নেয় এবং তার সাথে অশালীন আচরণ করে। 


মোবাইল মানিব্যাগ হারানো শিক্ষার্থী বলেন,আমার কলার ধরে আমার পকেট থেকে মোবাইল মানিব্যাগ ছিনিয়ে নেয় এবং আমার কাছ থেকে আরো পাঁচ হাজার টাকা দাবি করে। শুধু তাই নয় তারা আমার বান্ধবীর গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। এ ঘটনার পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। 


জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থীরা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইনফরমেশন সাইন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। 


এ বিষয়ে জানতে চাইলে সুধারাম থানার ইনভেস্টিগেসন ইনচার্জ বলেন, আমরা এ বিষয়ে আসলে কিছু জানিনা। আমাদের কাছে অভিযোগ করা হলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। 


নোবিপ্রবি প্রক্টর মোঃ ইকবাল হোসেন সুমন বলেন,বিষয়টি আমাকে জানানো হয়নি। যেহেতু ক্যাম্পাসের বাহিরে সমস্যা হয়েছে তাই এটা স্থানীয় থানায় অবহিত করলে ভালো হবে এবং ভুক্তভোগী শিক্ষার্থীদের সকল প্রকার সহায়তা করা হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url