- তরু, হাবিপ্রবি প্রতিনিধি
সম্প্রতি রাজশাহীতে এক সমাবেশে জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদ প্রকাশ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে বিএনপি-জামায়াত এ পর্যন্ত ১৯ বার হামলা করেছে। কিন্তু মহান আল্লাহ্র অশেষ রহমতে তিনি বারবার প্রাণে বেঁচে গেছেন। আইনানুযায়ী দেশের যেকোনো নাগরিককে হত্যাচেষ্টা বা হত্যার হুমকি দেওয়া জঘন্য অপরাধ। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রগতিশীল কর্মকর্তা পরিষদ এ ধরনের ঘৃণিত রাজনীতির অবসান চায় এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা বিএনপির নেতা ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ আজ এই পর্যায়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে, এখন আমরা স্মার্ট বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছি। অনেকেই চান না বাংলাদেশে এমন উন্নয়নের যাত্রা অব্যাহত থাকুক, যার ফলে এ হুমকিগুলো আসছে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এবং সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। প্রগতিশীল কর্মকর্তা পরিষদ এক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন