গুচ্ছ ভর্তি পরীক্ষায় হাবিপ্রবিতে উপস্থিতি ৯৮ শতাংশ

মিনহাজুর, হাবিপ্রবি

গুচ্ছ ভর্তি পরীক্ষায় হাবিপ্রবিতে উপস্থিতি ৯৮ শতাংশ

হাবিপ্রবি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৩

গুচ্ছ ভর্তি পরীক্ষা-২০২৩ এর ‘বি’ ইউনিটে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কেন্দ্রে ৯৮ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। 

২০ মে,২০২৩ (শনিবার) কেন্দ্র পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান। 

উপাচার্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষার্থী-অভিভাবকদের দুর্ভোগ কমাতে এবারো অনুষ্ঠিত হচ্ছে গুচ্ছ ভিত্তিক ভর্তি পরীক্ষা। অন্যান্য কেন্দ্রের মতো হাবিপ্রবিতেও ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলো। 

তিনি বলেন, শৃঙ্খলা বজায় রেখে সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীরাও বেশ উৎসাহ নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। কোনো প্রকার অসঙ্গতি পরিলক্ষিত হয়নি।

প্রসঙ্গত, এ বছর গুচ্ছ ভর্তি পরীক্ষায় হাবিপ্রবি কেন্দ্রে দশ হাজারের অধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করার কথা রয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url