অগ্নিঝরা মার্চ উপলক্ষে “৭ মার্চের পটভূমি: বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী জেলা বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে আলোচনা সভায় বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শন তুলে ধরা হয়।
২৯ই মার্চ (বুধবার) বিকালে নোয়াখালী প্রেস ক্লাবে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ডা: শাহাদাত হোসেন রোমেলের সভাপতিত্বে মুল প্রবন্ধ উপস্থাপন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ারুল বাশার। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. আ ব ম ফারুক ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা: মুহাম্মদ আইয়ুবুর রহমান।
সভায় বক্তাগণ বঙ্গবন্ধুর অর্থনৈতিক মতবাদ বাঙ্গালীর জাতির মুক্তির ইতিহাস নিয়ে আলোচনা করেন । বক্তারা বলেন বঙ্গবন্ধুর দেখানো পথেই দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে। বাংলাদেশ বিনির্মানে বঙ্গবন্ধুর পরিকল্পনা ও নেতৃত্ব নিয়ে আলোচনা করেন। একই সাথে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল অর্থনৈতিক কার্যক্রম তুলে ধরেন।
সংগঠনের সাধারন সম্পাদক প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে যুগ্ম সাধারন সম্পাদক ডা: মাহবুব, সহ-সভাপতি ডা: গৌতম কুমার সহ ডাক্তার, কৃষিবিদ, ইন্জিনিয়ার, আইনজীবি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহন করেন। অলোচনার পাশাপাশি ১০০ জন দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন