হজ প্যাকেজ ঘোষণা, জেনে নিন এবছর খরচ হবে কত?

নতুন হজের প্যাকেজ


চলতি বছরে সরকারি ও বেসরকারিভাবে হজে যাওয়ার প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এবারও সরকারিভাবে হজে যেতে দুটি প্যাকেজ আর বেসরকারিভাবে হজে যেতে একটি প্যাকেজ থাকবে।

আগেরবারের চেয়ে হজ খরচ কিছুটা বাড়িয়ে নতুন বছরের জন্য হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এবছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে গেলে জনপ্রতি ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা খরচ হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সচিবালয়ে ফরিদুল হক খান বলেন, চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে যেতে পারবেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন।


তবে সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই হজযাত্রীর প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশনও সম্পন্ন করতে পারবেন বলে জানান তিনি।

আরো পড়ুন-  দেখুন গুজরাটের 2002 সালের দাঙ্গা নিয়ে তৈরি করা বিবিসি ডকুমারি : India the modi question

উল্লেখ্য, ২০২২ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ যেতে দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে প্যাকেজ-১ এর জন্য ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা এবং প্যাকেজ-২ এর জন্য ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে সর্বনিম্ন খরচ ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।


বুধবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় সরকারিভাবে এ হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়েছে বলে জানান মন্ত্রী।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url