বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবিতে স্থায়ী ভিত্তিতে শূন্য পদ সমূহে লোক নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ জানুয়ারী 2023 পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়াসহ সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।
![]() |
বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
এক নজরে সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেখুন-
- সংস্থা: বর্ডার গার্ড বাংলাদেশ
- বিজ্ঞপ্তি প্রকাশ: - 20 জানুয়ালী 2023
- ক্যাটাগরি: -1
- শূন্যপদের সংখ্যা: - অসংখ্য
- চাকরির ধরণ: সরকারি, বাহিনী
- আবেদন ফি: - 110/-
- আবেদন মাধ্যম: অনলাইন,
- অনলাইনে আবেদন শুরু: - ২২ জানুয়ারী ২০২৩
- আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারী ২০২৩
আরো পড়ুন- ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
যোগ্যতাসমূহ
শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম):
এসএসসি (SSC) বা সমমান-3.00 GPA
এইচএসসি (HSC) বা সমমান-2.50 GPA
শারীরিক যোগ্যতা (ন্যূনতম):
পুরুষ
- উচ্চতা- ৫ ফুট ৬ ইঞ্চি
- ওজন- 49.895 কেজি
- বুক স্বাভাবিক- 32 ইঞ্চি
- বর্ধিত- 34 ইঞ্চি
- দৃষ্টিশক্তি- 6/6
মহিলা
- উচ্চতা- ৫ ফুট ২ ইঞ্চি
- ওজন- 47.173 কেজি
- বুক স্বাভাবিক- 28 ইঞ্চি
- বর্ধিত প্রসারিত- 30 ইঞ্চি
- দৃষ্টিশক্তি- 6/6
বিজিবি সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অনুযায়ী আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য এই সেকশন থেকে জানতে পারবেন।
BGB Job Circular 2023
আবেদনের সময়সীমা
আবেদন করতে পারবেন আগামীকাল ২২ জানুয়ারী ২০২৩ তারিখ হতে।
আবেদনের শেষ সময় ৩১ জানুয়ারী ২০২৩ তারিখ পর্যন্ত
আবেদনকারীর বয়সসীমা
বয়স: ১১ নভেম্বর ২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮-২৩ বছরের মধ্যে হতে হবে।
অর্থাৎ প্রার্থীর জন্ম তারিখ ১২ নভেম্বর ১৯৯৯ হতে ১১ নভেম্বর ২০০৪ এর মধ্যে হতে হবে।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত নয়)।
বয়স প্রমানের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন