কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ Prison Job Circular 2022

কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ Prison Job Circular 2022 কারারক্ষী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ সরকারি চাকরির খবর ২০২২, সাপ্তাহিক চাকরির বিজ্ঞপ্তি

কারা অধিদপ্তরে শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেবে। কারা অধিদপ্তরে নারী-পুরুষ উভয়ই মোট ৩৮৩ জন আবেদন করতে পারবেআগ্রহীরা আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়াসহ সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল। prison.teletalk.com.bd

  

কারারক্ষী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

কারারক্ষী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ 

এক নজরে সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেখুন

             সংস্থা: কারা অধিদপ্তর
             বিজ্ঞপ্তি প্রকাশ: - ১৭ নভেম্বর ২০২২ইং
             ক্যাটাগরি: টি
             শূন্যপদের সংখ্যা: ৩৮৩টি
             চাকরির ধরণ: সরকারী
             আবেদন ফি: ১১২/-
             আবেদন মাধ্যম: অনলাইন
             অনলাইনে আবেদন শুরু: - ২০ নভেম্বর ২০২২ইং
             আবেদনের শেষ সময়: ১২ ডিসেম্বর ২০২২ইং 

 

আরো পড়ুন- বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বিস্তারিত পদ সমূহ দেখুন

 

পদের নাম : কারারক্ষী
পদ সংখ্যাঃ ৩৫৪টি
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমানের পরিক্ষায় উত্তীর্ণ
বেতন : ,০০০-২১,৮০০/-
 
পদের নাম : মহিলা কারারক্ষী
পদ সংখ্যাঃ ২৯টি
শিক্ষাগত যোগ্যতা:  মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমানের পরিক্ষায় উত্তীর্ণ
বেতন : ,০০০-২১,৮০০/-

 

যোগ্যতাঃ

নূন্যতম শারীরিক যোগ্যতা:-
পুরুষ ১.৬৭ মিটার,(৫.৬ ফুট)
নারী ১.৫৭ মিটার (৫.২ ফুট)
বুকের মাপ:
পুরুষ ৮১.২৮ সেন্টিমিটার
নারী ৭৬.৮১ সেন্টিমিটার
ওজন:
পুরুষ ৫২ কেজি
নারী ৪৫ কেজি
বৈবাহিক অবস্থা: প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে।
শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে বৈবাহিক অবস্থা শিথিলযোগ্য।

 

আবেদন শুরুর সময়: - ১ সেপ্পেম্বর ২০২২ইং
আবেদনের শেষ সময়: ৩১ সেপ্টেম্বর ২০২২ইং 

 

আবেদনকারীর বয়সসীমা

  • ডিসেম্বর ২০২২ইং তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর
  • শুধু মাত্র মুক্তিযোদ্ধার পুত্র কন্যার বয়সের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর
  • বয়স প্রমানে এফিডেভিট গ্রহন যোগ্য নয়

 কারারক্ষী নিয়োগ বিজ্ঞপ্তি

অনলাইন আবেদন করার নিয়ম

prison.teletalk.com.bd ওয়েবসাইট Visit করুন।

আবেদন করতে হলে এবার আপনাকে Application Form (apply now)  এ ক্লিক করতে হবে।

কারা অধিদপ্তরে উল্লিখিত পদটি সিলেক্ট করে Next এ ক্লিক করুন।

No সিলেক্ট করে Next এ ক্লিক করুন।

 কারা অধিদপ্তরে চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।

 

 

Apply Click Here

আবেদন ফি জমাদান পদ্ধতি

উভয় পদের জন্য ১১২ টাকা ২টি এসএমএস এর মাধ্যেমে প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে পাঠাতে হবে। এস.এম.এস পাঠানোর নিয়ম।

  • প্রথম SMS: PRISON<স্পেস> User ID লিখে 16222 নম্বরে Send করতে হবে।
  • দ্বিতীয় SMS:PRISON<স্পেস> Yes  <স্পেস> PIN লিখে 16222 নম্বরে Send করতে হবে।


বিজ্ঞপ্তি ডাউনলোড






সূত্রঃ বাংলদেশ জেল

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন

© all rights reserved
made with by wikibangla.net